ঝাড়খন্ডকে চেপে ধরেছে বাংলা, রান পেলেন অভিমুন্য, সুদীপ, ভাল লিড দ্বিতীয় দিনে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Bengal on top at the end of Day 2 against Jharkhand. ঝাড়খন্ডকে চেপে ধরেছে বাংলা, রান পেলেন অভিমুন্য, সুদীপ, ভাল লিড দ্বিতীয় দিনে
#কলকাতা: দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় বাংলা ক্রিকেট দল। নিজেদের প্রথম দিনের শেষেই ঝাড়খন্ডকে অল আউট করে দিয়েছিল তারা। মুকেশ এবং আকাশ দুরন্ত বল করেন। পেস এবং সুইং দিয়ে ঝাড়খন্ডকে শুইয়ে দেন। কোনও জবাব ছিল না ধোনির রাজ্যের। আজ দ্বিতীয় দিনে শুরুতে কাজির উইকেট হারালেও অধিনায়ক অভিমন্যু দুরন্ত ব্যাট করেন।
Stumps Day 2: Bengal - 238/5 in 80.6 overs (Shahbaz 17 off 42, Abishek Porel 25 off 37) #BENvJHA #RanjiTrophy #QF1
— BCCI Domestic (@BCCIdomestic) February 1, 2023
৭৭ করেন তিনি। মোট ১০টি বাউন্ডারি মারেন। খেলাটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করেন। সুদীপ করেন ৬৮। এগারোটি বাউন্ডারি মারেন। অনুষ্টিপ ভাল শুরু করেও ২৫ করে আউট হন। মনোজ ফেরেন ১৩ করে। অভিষেক পড়েল ২৫ নট আউট থাকেন। সঙ্গে আছেন শাহবাজ (১৭)। এই দুজনের ওপর ভার থাকবে বাংলার রান বাড়িয়ে নিয়ে যাওয়ার। মোটামুটি ১৭০-১৮০ রানের লিড টার্গেট করবে বাংলা।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 7:50 PM IST