Ind vs Aus T20 : অস্ট্রেলিয়াকে পেলেই হারাচ্ছে ভারত! ২০০ রান না করেও কাজ হয়ে গেল! ভারতকে ভাবাচ্ছে একজন 'ফ্লপ' তারকা

Last Updated:

Ind vs Aus T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ তে ৪৮ রানে জিতল ভারতীয় দল। ৮ উইকেটে এদিন ১৬৭ রানে শেষ করে টিম ইন্ডিয়া। শুরুটা ভাল হয়েছিল ভারতের। তবে টপ অর্ডারের ব্যাটাররা বড় রান করতে পারেনি।

News18
News18
গোল্ড কোস্ট : মহিলাদের বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ক্রিকেটভক্তরা জানেন, মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একচেটিয়া দাপট কতটা ছিল! ফলে অজিদের হারানো কিন্তু সহজ কাজ ছিল না হরপ্রীতদের কাছে। সেই কঠিন কাজ করে বিশ্বকাপ জিতেছেন ভারতের মেয়েরা। এবার ভারতের পুরুষ দলও অস্ট্রেলিয়াকে টি২০ ম্যাচে হারাল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ তে ৪৮ রানে জিতল ভারতীয় দল। ৮ উইকেটে এদিন ১৬৭ রানে শেষ করে টিম ইন্ডিয়া। শুরুটা ভাল হয়েছিল ভারতের। তবে টপ অর্ডারের ব্যাটাররা বড় রান করতে পারেনি। মিডল অর্ডার ফ্লপ।
এদিন টসে হারেন সূর্যকুমার যাদবের। আর এখন ভারতীয় দলে সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর অফ ফর্ম। দিনের পর দিন রানের খরা। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ১-১ ছিল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তার পর দ্বিতীয় ম্যাচে হারে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরান গিলরা। আর আজ জয়।
advertisement
advertisement
ওপেনার অভিষেক শর্মা এদিন রান পেলেন না। প্রথম উইকেটে ৫৬ রান যোগ করেন অভিষেক শর্মা ও শুভমন গিল। ৪৬ রান করেন গিল, অভিষেক ২৮। আর কোনও ভারতীয় ব্যাটার উল্লেখযোগ্য রান পাননি।
গোল্ড কোস্টের মাঠের এই পিচের গতি অস্ট্রেলিয়ার অন্য মাঠের তুলনায় কিছুটা কম। ফলে বল পড়ে ব্যাটে আসতে সমস্যা হচ্ছিল। আর সেটাই ব্যাটারদের সমস্যায় ফেলছিল। ফলে এই ম্যাচে যে বড় রান হবে না, তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল কিছুটা। ভারতীয় বোলাররা স্লো পিচ কাজে লাগান।
advertisement
আরও পড়ুন- বিক্রি হয়ে যাচ্ছে আরসিবি, আশঙ্কাই সত্যি হল! বিরাট কোহলির দলের ভবিষ্যৎ কী?
এদিন অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১১৯ রানে। অস্ট্রেলিয়ার শেষ পাঁচ ব্যাটার দুই সংখ্যার রানে পৌঁছতে পারেননি। ৩টি উইকেট পেলেন ওয়াশিংটন সুন্দর। দুটি করে উইকেট পেলেন অক্ষর, শিবম দুবে। অর্শদীপ, বুমরাহ, বরুণ পেয়েছেন একটি করে উইকেট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus T20 : অস্ট্রেলিয়াকে পেলেই হারাচ্ছে ভারত! ২০০ রান না করেও কাজ হয়ে গেল! ভারতকে ভাবাচ্ছে একজন 'ফ্লপ' তারকা
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement