Sri Lanka beat West Indies : বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাড়ি পাঠিয়ে দিল শ্রীলঙ্কা, বৃথা হেটমায়ারের লড়াই

Last Updated:

Sri Lanka takes West Indies out of World Cup courtesy brilliant performance from Charith Asalanka . নিশাঙ্কাকে নিয়ে দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত গড়েন চারিত আসালাঙ্কা। ৬১ বলে ৯১ রানের জুটি গড়েন দুজন

দুই বাহাতি ব্যাটসম্যান অসাধারণ খেললেন। ম্যাচের সেরা আসালঙ্কা। বৃথা লড়াই হেটমায়ারের
দুই বাহাতি ব্যাটসম্যান অসাধারণ খেললেন। ম্যাচের সেরা আসালঙ্কা। বৃথা লড়াই হেটমায়ারের
ওয়েস্ট ইন্ডিজ - ১৬৯/৮
২০ রানে জয়ী শ্রীলঙ্কা
#আবুধাবি: টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিয়েছে শ্রীলঙ্কা। আবুধাবিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের গ্রুপ থেকে শেষ ম্যাচে অন্য এক সমীকরণ ছিল দাসুন শানাকার দলের সামনে। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে বর্তমান চ্যাম্পিয়নদের কপালও তো পুড়বে। তখন শ্রীলঙ্কার সঙ্গে বিদায় নিশ্চিত হবে ওয়েস্ট ইন্ডিজেরও। তাই হল! শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে ১৮৯ রান তোলে শ্রীলঙ্কা।
advertisement
advertisement
তাড়া করতে নেমে ২ ওভারের মধ্যে ১০ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও রোস্টন চেজ মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ২২ বলে ৩৭ রানের জুটি গড়েন দুজন। পাওয়ার প্লে–র শেষ ওভারে চামিকা করুনারত্নের বলে আউট হর চেজ (৯)। ওই ওভার (ষষ্ট) শেষ ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫২। এখান থেকে জয়ের জন্য শেষ ১০ ওভারে ১১৮ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের।
advertisement
৪২ বলে ৯৬ রানের দূরত্বে থাকতে সবচেয়ে বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪তম ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলকে (২) তুলে নেন করুনারত্নে। তখন ৪১ বলে ৯৬ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ বলে ২৮ রানে অপরাজিত থাকা শিমরন হেটমায়ার এখান থেকে দলকে টেনে তুলতে পারেননি। ৫ বলে ৮ রান করে হোল্ডার আউট হওয়ার পর আরও বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৮০ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের।
advertisement
ওভার প্রতি ১৬ রান করে তোলার এ প্রায় অসম্ভব চ্যালেঞ্জ নিতে পারেননি জেসন হোল্ডার এবং হেটমায়ার। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৩৪ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৯ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৩৪ বলে ৪৬ রান করে আউট হন নিকোলাস পুরান। ৫৪ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন হেটমায়ার। ১৯ রানে ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙা।
advertisement
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ২১ বলে ২৯ করে ষষ্ট ওভারে আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে ৪২ রান তোলেন কুশল পেরেরা। পাথুম নিশাঙ্কাকে নিয়ে দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত গড়েন চারিত আসালাঙ্কা। ৬১ বলে ৯১ রানের জুটি গড়েন দুজন। ৪১ বলে ৫১ রান করেন নিশাঙ্কা। তাঁর সমান বল খেলে ৬৮ রান করেন আসালাঙ্কা। ৩৩ রানে ২ উইকেট নেন রাসেল। আপাতত পোলার্ড, রাসেলদের অভিযান শেষ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sri Lanka beat West Indies : বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাড়ি পাঠিয়ে দিল শ্রীলঙ্কা, বৃথা হেটমায়ারের লড়াই
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement