Messi Argentina qualifier : চোট থাকা মেসিকে রেখেই উরুগুয়ে এবং ব্রাজিলের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা

Last Updated:

Lionel Messi included in Argentina squad for World Cup qualifier against Uruguay and Brazil . মেসিকে আর্জেন্টিনা কোচ স্কোয়াডে রাখলেও তাকে নিয়ে অবশ্য অনিশ্চয়তা আছে। বেশ কিছুদিন ধরেই পেশির সমস্যায় ভুগছেন ছ'বারের বর্ষসেরা ফুটবলার

ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে থাকছেন মেসি
ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে থাকছেন মেসি
#রোজারিও: পায়ের পেশির চোটের কারণে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে পিএসজির ম্যাচটি চলার সময়ই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দলের সেরা তারকাকে রেখেই আসছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন।আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতীয় সময় আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের মাঠে খেলবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।
এর চার দিন পর তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে ঘরের মাঠে। ম্যাচ দুটির জন্য দলে অনেক পরিবর্তন এনেছেন স্কালোনি। ৩৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাত সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়; থিয়াগো আলমাদা (ভেলেস), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এসেকিয়েল সেবাইয়োস (বোকা জুনিয়র্স), ক্রিস্তিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সুলে (ইউভেন্তুস), গাস্তোন আভিলা (রোজারিও সেন্ত্রাল), ফেদেরিকো গোমেজ (রিভার প্লেট)। আক্রমণভাগে অবশ্য নিয়মিত মুখদেরই রেখেছেন কোচ। মেসির সঙ্গে আছেন লাউতারো মার্তিনেস, পাওলো দিবালা, আনহেল কোররেয়া।
advertisement
advertisement
মেসিকে কোচ স্কোয়াডে রাখলেও তাকে নিয়ে অবশ্য অনিশ্চয়তা আছে। বেশ কিছুদিন ধরেই পেশির সমস্যায় ভুগছেন ছ'বারের বর্ষসেরা ফুটবলার। গত শুক্রবার পিএসজির হয়ে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে শুরুতে শঙ্কা জেগেছিল। তবে পরে ঠিকই শুরুর একাদশে মাঠে নামেন তিনি। কিন্তু বিরতির পর আর খেলেননি। প্রথমার্ধ শেষে তাকে কিছুটা অস্বস্তি নিয়ে বের হতে দেখা যায়। এরপর ছিটকে যান লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থেকে।
advertisement
ক্লাবের পক্ষ থেকে অবশ্য তার চোট তেমন গুরুতর নয় বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। স্কালোনি হয়তো সেই আশাতেই তাকে দলে রেখেছেন। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
বাংলা খবর/ খবর/খেলা/
Messi Argentina qualifier : চোট থাকা মেসিকে রেখেই উরুগুয়ে এবং ব্রাজিলের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement