Shoaib warns India against Afghanistan : কোহলিদের আফগানিস্তানের বিরুদ্ধেও যথেষ্ট ভয় আছে, বলছেন শোয়েব
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shoaib Akhtar believes India will be having a tough match against Rashid Khan Afghanistan. ভারত যদি নিজেদের ইজ্জত বাঁচাতে চায়, তাহলে আফগানিস্তানের বিপক্ষে তাদের জিততেই হবে। শোয়েব, ‘ভারতের অবস্থা আরও খারাপ হবে, যদি তারা আফগানদের বিপক্ষে হেরে যায়
#দুবাই: এমন নয়, ভারতীয় দলের এমন করুণ অবস্থা দেখে তিনি মনে মনে খুশি হয়েছেন। আগেও বলেছিলেন অতিরিক্ত আত্মবিশ্বাস ভারতের কাল হতে পারে। সেটাই হয়েছে। এবার আফগানিস্তানের বিরুদ্ধেও ভারতের লড়াই সহজ হবে না বলে মন্তব্য করলেন শোয়েব আখতার। বোলিং বিভাগ যথেষ্ট দুর্বল ছিল ভারতের। বুমরা ছাড়া বাকি সবার অবস্থা অনেক খারাপ ছিল। বরুণ চক্রবর্তীও মোটামুটি বল করেছে, বাকিদের অবস্থা একদমই খারাপ ছিল। ফর্মের উন্নতি না ঘটলে আফগানিস্তানের বিপক্ষেও হারতে হবে ভারতকে, এমনটাই মনে করছেন শোয়েব।
‘ভারতের অবস্থা আরও খারাপ হবে, যদি তারা আফগানদের বিপক্ষে হেরে যায়। ভারত যদি নিজেদের ইজ্জত বাঁচাতে চায়, তাহলে আফগানিস্তানের বিপক্ষে তাদের জিততেই হবে। আবুধাবিতে ভারতকে প্রমাণ করতে হবে যে আফগানিস্তানের বিপক্ষে তারা জিততে পারে। আমার যা মনে হচ্ছে, আফগানিস্তান যদি টসে জিতে প্রথমে বল করে, তাহলে ভারতের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। আবুধাবিতে ম্যাচ। ওখানের পিচ তো আরও ধীরগতির। ১৫০-২০০ রান করলেও আফগানিস্তান ছাড়বে না আপনাদের। আমার তো মনে হচ্ছে, ভারতের অবস্থা আরও খারাপ হবে।’
advertisement
advertisement
The Indian team looked clueless tonight I really don’t know why😳.. pic.twitter.com/c2nbGQIWkN
— Shoaib Akhtar (@shoaib100mph) October 31, 2021
পাকিস্তানের বিরুদ্ধে অল্প রান নিয়ে আফগানিস্তান শেষদিকে যেভাবে কামব্যাক করেছিল, তাতে পাকিস্তানের যথেষ্ট বেগ পেতে হয়েছিল ম্যাচ বের করতে। আসিফ আলির দুরন্ত ব্যাটিং বাঁচিয়ে দেয় পাকিস্তানকে। কিন্তু রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' মনে করেন ভারতীয় দল কেমন যেন ভয় ভয় আছে। কুঁকড়ে আছে। এমন আত্মবিশ্বাসের অভাব ঠিক কী কারণে বুঝতে পারছেন না তিনি। তবে আফগানিস্তানের শুধু রশিদ খান নয়, নবি, মুজিব, গুরবাজ, জনতরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
advertisement
শুধু আফগানিস্তান নিজেদের ট্যাকটিকস এবং পরিকল্পনা ঠিকঠাক করতে পারলে অনেক দলকে নাকানিচোবানি খাওয়াতে পারে মনে করেন শোয়েব। সবচেয়ে বড় কথা আফগানিস্তান ভারতকে হারিয়ে নিজেদের ইতিহাসে একটা নতুন সন্ধিক্ষণ লিখতে চাইবে। আর সেদিন যদি আফগানরা প্রথমে বল করে, তাহলে ভারতের কাজ কিন্তু আরও মুশকিল হয়ে যাবে। টুর্নামেন্টের সেরা স্পিন আক্রমণ আফগানিস্তানের বলছেন শোয়েব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2021 3:53 PM IST