Gavaskar on Rohit Sharma : রোহিতকে ওপেনিং থেকে সরিয়ে ভুল চাল দিয়েছে ভারত, বলছেন সানি

Last Updated:

T20 World Cup Sunil Gavaskar and Madan Lal questions Rohit Sharma batting position . হারের ময়নাতদন্ত করতে নেমে ভারতের ব্যাটিং অর্ডারকে দায়ী করলেন দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার ও মদন লাল। ব্যাটিং অর্ডারে রোহিত ও বিরাটের পরে নামা ভুল হয়েছে বলেই মনে করছেন তাঁরা

রোহিতকে তিন নম্বরে নামানো বড় ভুল বলছেন গাভাসকার
রোহিতকে তিন নম্বরে নামানো বড় ভুল বলছেন গাভাসকার
হারের ময়নাতদন্ত করতে নেমে ভারতের ব্যাটিং অর্ডারকে দায়ী করলেন দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার ও মদন লাল। ব্যাটিং অর্ডারে রোহিত ও বিরাটের পরে নামা ভুল হয়েছে বলেই মনে করছেন তাঁরা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে সানি বলেন, আমি জানি না ব্যর্থতার ভয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না। রোহিতের মতো বড় ব্যাটারকে তিনে পাঠানো হল। বিরাট নিজে চারে নামল। ঈশান কিশনের মতো এক জন তরুণকে ওপেন করার দায়িত্ব দেওয়া হল, যা কাজে এল না।
advertisement
advertisement
এই সিদ্ধান্তের ফলে রোহিতের নিজের ক্ষমতার উপর অবিশ্বাস তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করছেন গাভাসকার । তিনি বলেন, এই সিদ্ধান্তে রোহিতকে বুঝিয়ে দেওয়া হল ট্রেন্ট বোল্টের বাঁ-হাতি বোলিংয়ের সামনে তোমার উপর ভরসা রাখতে পারছি না। এরকম করলে সেই ক্রিকেটারেরও মনে হতে পারে সত্যি হয়তো তার সেই ক্ষমতা নেই। যদি ঈশান ৭০ রান করে দিত তা হলে সবাই সেই সিদ্ধান্তের প্রশংসা করত। কিন্তু তা না হওয়ায় সমালোচনা তো হবেই। সানির সুরেই কথা বলেছেন মদনলাল।
advertisement
তিনি বলেন, দু’টি ম্যাচেই ভারত যেভাবে হারল, তা খুব অবাক করেছে। ব্যাটারদের এত অস্থির এর আগে মনে হয়নি। দু’টি ম্যাচেই ভারতকে হেলায় হারিয়েছে প্রতিপক্ষ। ছোট ফরম্যাটে শুরু থেকেই চাপ দিতে হয়। নইলে ম্যাচের রাশ হাত থেকে বেরিয়ে যায়। রোহিত শর্মা আইপিএলে ট্রেন্ট বোল্টের সঙ্গেই খেলেন মুম্বই ইন্ডিয়ানস দলে। ফলে নিউজিল্যান্ড পেসার কোথায় বল করতে পারেন জানা ছিল রোহিতের।
advertisement
এই সাধারণ ব্যাপারটা বোঝা উচিত ছিল টিম ম্যানেজমেন্টের। এমনিতে অতীতে মহম্মদ আমির, জুনাইদ খানদের মত বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়েছেন রোহিত। ভেতরে ঢুকে আসা বলে দুর্বলতা রয়েছে তার। কিন্তু তাও শুধুমাত্র অভিজ্ঞতার জন্য মুম্বই তারকার ওপর ভরসা করা উচিত ছিল বলছেন গাভাসকার।
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on Rohit Sharma : রোহিতকে ওপেনিং থেকে সরিয়ে ভুল চাল দিয়েছে ভারত, বলছেন সানি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement