T20 World Cup 2024 schedule:টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, কবে মেগা ম্যাচ, রইল টিম ইন্ডিয়ার সূচি

Last Updated:

T20 World Cup 2024 schedule: চলতি বছরে রয়েছে টি-২০ বিশ্বকাপ। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি-২০ ফর্ম্যাটের বিশ্বযুদ্ধ। সোমবার হতে পারে সূচি প্রকাশ।

কলকাতা: চলতি বছরে রয়েছে টি-২০ বিশ্বকাপ। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি-২০ ফর্ম্যাটের বিশ্বযুদ্ধ। আইসিসির তরফ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে প্রতিযোগিতার সূচি ঘোষণা না করা হলেও, জানা যাচ্ছে খুব শীঘ্রই ঘোষিত হবে সূচি।সোমবার ঘোষিত হতে পারে সূচি।
সরকারিভাবে সূচি ঘোষণা হওয়ার আগে আইসিসি সূত্রে জানা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই চির প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান এক গ্রুপে। ৯ জুন হবে ম্যাচ। নিউ ইয়র্কে খেলা হবে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলবে মেন ইন ব্লু।
টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৫ জুন তাদের বিরুদ্ধে নিউ ইয়র্কে খেলবে ভারত। পরের ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে রোহিত ব্রিগেড। ১২ জুন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। নিউ ইয়র্কে তিনটি ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ফ্লোরিডা উড়ে যাবে ভারত। ১৫ জুন সেখানে কানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সুপার এইট পর্যায়ের সব ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে রোহিত ব্রিগেড।
advertisement
advertisement
প্রসঙ্গত, মোট ২০টি দেশ খেলবে এবারের টি-২০ বিশ্বকাপে। ৫ করে দল নিয়ে ভাগ হবে ৪টি গ্রুপ। চারটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল নিয়ে হবে ‘সুপার এইট’ রাউন্ড। নমোট পঞ্চান্ন টি ম্যাচ। ‌ফাইনাল হবে বার্বাডোজে। আগামী ২৯ জুন ফাইনাল হওয়ার কথা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024 schedule:টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, কবে মেগা ম্যাচ, রইল টিম ইন্ডিয়ার সূচি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement