Viral Video: সামনে হরভজন সিং, সাহসী কাজে পা বাড়ালেন ক্যাটরিনা কাইফ, ভাইরাল ভিডিও

Last Updated:

সুন্দরী ক্যাটরিনা এবং দুসরার জাদুকর হরভজন সিং, কেমিস্ট্রিটা কী...

katrina kaif faces harbhajan singh's balls see watch viral reel
katrina kaif faces harbhajan singh's balls see watch viral reel
#নতুন দিল্লি:  বলিউড  ডিভা ক্যাটরিনা কাইফ রবিবার (৩০ অক্টোবর) পারথে টি টোয়েন্টি বিশ্বকাপ এ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার জন্য প্রাক-ম্যাচ শো চলাকালীন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে ক্রিকেট খেলছেন। এদিনের শো চলাকালীন 'ফোনবুথ' ছবির অভিনেত্রী ক্যাটরিনাকে হলুদ পোশাকে অপূর্ব লাগছিল। ক্রিকেট ও বিনোদন দুই পাশাপাশি হাঁটে৷  স্টার স্পোর্টস স্টুডিওতে নিজের আপকামিং ছবির  প্রচারের জন্য হাজির ছিলেন ক্যাটরিনা৷ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন  ভারতীয় স্পিন কিংবদন্তি হরভজন সিং৷ সেখানে একেবারে তাঁকে ছয় এবং কয়েকটি চার মারেন সুন্দরী অভিনেত্রী৷
ক্যাটরিনা কাইফের পাশাপাশি, তার সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরও ছবির প্রচারে এসেছিলেন। এখানে স্টুডিওতে হরভজন সিংয়ের বলের খেলতে রাজি হন ক্যাটরিনা। আর সবাইকে অবাক করে দিয়ে ক্যাটরিনা হরভজনের বোলিংয়ে রীতিমতো ভাল ব্যাটিং করেন৷  এই সময় সিদ্ধান্ত এবং ইশানকে ফিল্ডিং করতে দেখা যায়।
advertisement
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও
advertisement
ক্যাটরিনা কাইফের ফিল্ম ফোনবুথ ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে। ট্যুইটারে ক্লিপটি শেয়ার করে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ট্যাগলাইনে লিখেছে- ‘‘We have a new cricket 🌟 in the house! 😍’’- অর্থাৎ  "আমাদের বাড়িতে একজন নতুন ক্রিকেটার রয়েছে! দেখুন #PhoneBhoot সুপারস্টার #KatrinaKaif @harbhajan_singh এবং @SureshSundaram-এর সঙ্গে তাঁর ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন।"  শেয়ার করার পর, এই রিলটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ লক্ষ লক্ষ লাইক পেয়েছে।
advertisement
এদিকে যে ম্যাচ এই কর্মকাণ্ড সেই ম্যাচে পেসার লুঙ্গি এনগিডির মারাত্মক বোলিং, এডেন মার্করাম এবং ডেভিড মিলারের হাফ সেঞ্চুরির সাহায্যে রবিবার পারথে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-এর লো-স্কোরিং ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা।
advertisement
এদিনের ভারতের হারের কারণ টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা, যারা অপটাস স্টেডিয়ামের দ্রুত এবং বাউন্সি পিচের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার চার ওভারে ৪৩ রান দিয়ে পরিস্থিতি আরও সহজ করে দেন দক্ষিণ আফ্রিকার জন্য৷ ১৩৪ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা ২৪ রানে ৩ উইকেট হারিয়েছিল কিন্তু তার পরে মার্করাম (৪১ বলে ৫২, ছয়টি- ৪, একটি ৬) এবং মিলার (৪৬ বলে অপরাজিত ৫৯, তিনটি ৪, তিনটি ৬) করেন। চতুর্থ উইকেটে ৭৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন এবং ১৯.৪ ওভারে ৫ উইকেটে তাঁরা দলের স্কোর ১৩৭ রানে পৌঁছে দেন।
advertisement
এদিন ভারত ৪৯ রানে ৫ উইকেট হারায়, তারপরে সূর্যকুমার যাদব ৪০ বলে ৬৮ রান করেন, যার মধ্যে তিনটি ৬ এবং ছয়টি ৪ ছিল। তা সত্ত্বেও প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেটে মাত্র ১৩৩ রান করতে পারে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে এনগিডি ২৯ রানে ৪ উইকেট এবং ওয়েন পার্নেল ১৫ রানে ৩ উইকেট নেন। এই জয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকা পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ২-এর শীর্ষে উঠেছে এবং ভারত দ্বিতীয় স্থানে নেমে গেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: সামনে হরভজন সিং, সাহসী কাজে পা বাড়ালেন ক্যাটরিনা কাইফ, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement