Suresh Raina-Csk Controversy: ব্যালকনি সমেত রুম চেয়ে এত বড় শাস্তি রায়নার! পুরনো কাসুন্দি ঘাঁটলেন শেহওয়াগ

Last Updated:

Suresh Raina-Csk Controversy: সুন্দর ব্যালকনি থাকবে এমন রুম চাই। এটা বলেই সব হারালেন সুরেশ রায়না!

নয়াদিল্লি: সুরেশ রায়না ভারতের অন্যতম সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার। মিস্টার আইপিএল নামে পরিচিত তিনি। এবারের আইপিএল নিলামে তাঁর পুরনো দল চেন্নাই সুপার কিংস (CSK) তাঁকে দলে নেয়নি। এমনটা যে হবে তা তিনি নিজেও হয়তো আশা করেননি।
আইপিএল ২০২২-এর মেগা নিলামে সুরেশ রায়না অবিক্রিত থেকে যান। কোনও দল তাঁকে দলে নেয়নি। এই ঘটনার পর সুরেশ রায়নার মন ভেঙে যায়। চেন্নাই সুপার কিংস (CSK)-ও সুরেশ রায়নাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি।
আরও পড়ুন- ভারতে জন্মানো 'এবি ডিভিলিয়ার্স'! ২৩ বছরের ছেলে এবারের আইপিএলে সুপারস্টার
চেন্নাই সুপার কিংস (সিএসকে) এমন একটি ফ্র্যাঞ্চাইজি, যারা তাদের ক্রিকেটারদের প্রচণ্ড সমর্থন করার জন্য পরিচিত। তবে সুরেশ রায়নার ক্ষেত্রে গুরুতর বিতর্ক হয়েছিল। এবার পুরনো কথা তুললেন বীরেন্দ্র শেহওয়াগ।
advertisement
advertisement
সিএসকে-রায়না বিতর্ক নিয়ে মুখ খুললেন শেহওয়াগ-
ধোনির দল ডোয়াইন ব্রাভো, রবিন উথাপ্পার মতো পুরানো ক্রিকেটারদের বিড করেছিল। তাঁদের দলে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু সিএসকে সুরেশ রায়নাকে দলে নিতে চায়নি। আইপিএলের ইতিহাসের অন্যতম সফল ব্যাটার সুরেশ রায়না। সুরেশ রায়নার ঘনিষ্ঠ এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ এবার আসল কথা জানালেন।
একটি সুপরিচিত ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় শেহওয়াগ বলছিলেন, 'সুরেশ রায়নার জন্য দুঃখিত। এত বছর সিএসকে-র হয়ে খেলেছেল ও। আমার মতে, ওর একটি বিদায়ী ম্যাচ প্রাপ্য ছিল। সিএসকে ওকে ২ কোটি টাকায় দলে নিয়ে  ওর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করলে খুশি হতাম।
advertisement
শেহওয়াগ আরও বলেছেন, '২০২০ সালে সুরেশ রায়না দুবাইতে আইপিএল ছেড়ে ফিরে আসার জন্যই দলের সঙ্গে তাঁর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল।  মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএল ২০২০ চলাকালীন সুরেশ রায়না দুবাইয়ের হোটেলের রুম নিয়ে খুশি ছিলেন না।
আরও পড়ুন- IPL দেখবেন ফোনে, এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন, এই অফার ভোডাফোন আইডিয়ার
সুরেশ রায়না ধোনির মতো একটি ঘর চেয়েছিলেন। কারণ তাঁর ঘরের বারান্দা রায়নার পছন্দ ছিল না। তা নিয়েই দুপক্ষের ঝামেলা শুরু। এর পর অভিমানে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই সময় ধোনিও তাঁকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু রায়না রাজি হননি। পুরো বিষয়টি নিয়ে সিএসকে কর্ণধার শ্রীনিবাসন বলেছিলেন, 'কখনও কখনও সাফল্য মাথায় চড়ে বসে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Suresh Raina-Csk Controversy: ব্যালকনি সমেত রুম চেয়ে এত বড় শাস্তি রায়নার! পুরনো কাসুন্দি ঘাঁটলেন শেহওয়াগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement