Ayush Badoni: ভারতে জন্মানো 'এবি ডিভিলিয়ার্স'! ২৩ বছরের ছেলে এবারের আইপিএলে সুপারস্টার

Last Updated:
Ayush Badoni: ৩৬০ ডিগ্রি শট খেললেন। ভারতের এবি ডিভিলিয়ার্সকে চেনেন?
1/5
২৩ বছর মাত্র বয়স তাঁর। এত তাড়াতাড়ি তাঁর ব্যাপারে ভবিষযদ্বাণঈ করা ঠিক হবে না হয়তো। তবুও এই ছেলে এখনই আইপিএলের তারকা।
২৩ বছর মাত্র বয়স তাঁর। এত তাড়াতাড়ি তাঁর ব্যাপারে ভবিষযদ্বাণঈ করা ঠিক হবে না হয়তো। তবুও এই ছেলে এখনই আইপিএলের তারকা।
advertisement
2/5
২০১৮ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এই ছেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে ৫২ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার সেই আয়ূষ বাদোনি আইপিএলের অসাধারণ পারফর্ম করলেন।
২০১৮ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এই ছেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮ বলে ৫২ রান করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার সেই আয়ূষ বাদোনি আইপিএলের অসাধারণ পারফর্ম করলেন।
advertisement
3/5
লখনউয়ের ক্যাপ্টেন কে এল রাহুল ম্যাচ শেষে বলেছিলেন, আয়ূষ বাদোনি তাঁদের দলে বেবি এবি নামে পরিচিত। মাঠের যে কোনও পজিশনে শট খেলতে পারেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।
লখনউয়ের ক্যাপ্টেন কে এল রাহুল ম্যাচ শেষে বলেছিলেন, আয়ূষ বাদোনি তাঁদের দলে বেবি এবি নামে পরিচিত। মাঠের যে কোনও পজিশনে শট খেলতে পারেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।
advertisement
4/5
সােমবার ম্যাচ দেখার পর অনেকেই বলছেন, আয়ূষ বাদোনি ভারতে জন্মানো এবি ডিভিলিয়ার্স। ৩৬০ ডিগ্রি শট খেলতে পারেন আয়ূষ। মাঠের যে কোনও পজিশনে শট খেলতে ওস্তাদ তিনি।
সােমবার ম্যাচ দেখার পর অনেকেই বলছেন, আয়ূষ বাদোনি ভারতে জন্মানো এবি ডিভিলিয়ার্স। ৩৬০ ডিগ্রি শট খেলতে পারেন আয়ূষ। মাঠের যে কোনও পজিশনে শট খেলতে ওস্তাদ তিনি।
advertisement
5/5
সোমবার লখনউ সুপার জায়েন্টসকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। তবে এই ম্যাচে লখনউয়ের আয়ূষ বাদোনি দুর্দান্ত ব্যাটিং করলেন। ৪১ বলে ৫৪৫ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি।
সোমবার লখনউ সুপার জায়েন্টসকে ৫ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। তবে এই ম্যাচে লখনউয়ের আয়ূষ বাদোনি দুর্দান্ত ব্যাটিং করলেন। ৪১ বলে ৫৪৫ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি।
advertisement
advertisement
advertisement