IPL 2022: আইপিএল দেখবেন ফোনে, এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন, এই অফার ভোডাফোন আইডিয়ার

Last Updated:

ভোডাফোন আইডিয়া (Vi) ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) বিনামূল্যের সাবস্ক্রিপশন ৪৯৯ টাকা থেকে শুরু করে ৩,০৯৯ টাকা অবধি হয়েছে৷

IPL 2022: vodafone idea disney hotstar prepaid packs for ipl matches- Photo- File
IPL 2022: vodafone idea disney hotstar prepaid packs for ipl matches- Photo- File
#কলকাতা: ওটিটি প্ল্যাটফর্মে আইপিএল ২০২২ -র আনন্দ ওঠাতে চান, তাই জন্য বিভিন্ন টেলিকম কোম্পানি বিভিন্ন অফার নিয়ে এসেছে৷ ভোডাফোন আইডিয়া নতুন প্ল্যান লঞ্চ করছে৷ এতে ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন৷ ক্রিকেট ফ্যানরা এই প্রিপেড অফারে টাকা দিয়ে আনন্দ ওঠাতে হবে৷ আইপিএল লাইভ সম্প্রচার  Disney+ Hotstar হবে৷ ভোডাফোন আইডিয়া (Vi) ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) বিনামূল্যের সাবস্ক্রিপশন ৪৯৯ টাকা থেকে শুরু করে ৩,০৯৯ টাকা অবধি হয়েছে৷
ভোডাফোন আইডিয়া পেশ করেছে নতুন প্ল্যান
ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) ফ্রি সাবস্ক্রিপশন ৪৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের৷ এতে রোজদিন ২ জিবি ডেটা আর ১০০ এসএমএস এবং আনলিমিডেট কল করা যাবে৷ এতে এক বছরের ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে৷ ১০৬৬ টাকার প্ল্যানে এই সব সুবিধাই থাকবে তার সঙ্গে ভ্যালিডিটি থাকবে ৮৪ দিনের৷ ৬০১ টাকার প্ল্যানে রোজ ৩ জিবি করে ডেটা দেয় কোম্পানি৷ এতে ভ্যালিডিটি ২৮ দিনের বৈধতা রয়েছে৷ এতে ১৬ জিবি অতিরিক্ত ডেটা পায়৷ এই প্ল্যানেও এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন ফ্রিতে পায়৷ আনলিমিটেড কল এবং রোজ ১০০ টি করে এসএমএসের সুবিধা পাবে৷
advertisement
advertisement
এই ভাবে ৩ জিবি এক প্ল্যান ৯০১ টাকার৷ ফ্রি ডিজনি +হটস্টার  (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ৭০ দিনের জন্য বৈধ৷ এতে ৪৮ জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে৷ ৩৬৫ দিনের প্যাকের দাম ৩,০৯৯ টাকা৷ এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং করতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএল দেখবেন ফোনে, এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন, এই অফার ভোডাফোন আইডিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement