IPL 2022: আইপিএল দেখবেন ফোনে, এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন, এই অফার ভোডাফোন আইডিয়ার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভোডাফোন আইডিয়া (Vi) ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) বিনামূল্যের সাবস্ক্রিপশন ৪৯৯ টাকা থেকে শুরু করে ৩,০৯৯ টাকা অবধি হয়েছে৷
#কলকাতা: ওটিটি প্ল্যাটফর্মে আইপিএল ২০২২ -র আনন্দ ওঠাতে চান, তাই জন্য বিভিন্ন টেলিকম কোম্পানি বিভিন্ন অফার নিয়ে এসেছে৷ ভোডাফোন আইডিয়া নতুন প্ল্যান লঞ্চ করছে৷ এতে ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ফ্রিতে পাবেন৷ ক্রিকেট ফ্যানরা এই প্রিপেড অফারে টাকা দিয়ে আনন্দ ওঠাতে হবে৷ আইপিএল লাইভ সম্প্রচার Disney+ Hotstar হবে৷ ভোডাফোন আইডিয়া (Vi) ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) বিনামূল্যের সাবস্ক্রিপশন ৪৯৯ টাকা থেকে শুরু করে ৩,০৯৯ টাকা অবধি হয়েছে৷
ভোডাফোন আইডিয়া পেশ করেছে নতুন প্ল্যান
ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) ফ্রি সাবস্ক্রিপশন ৪৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের৷ এতে রোজদিন ২ জিবি ডেটা আর ১০০ এসএমএস এবং আনলিমিডেট কল করা যাবে৷ এতে এক বছরের ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে৷ ১০৬৬ টাকার প্ল্যানে এই সব সুবিধাই থাকবে তার সঙ্গে ভ্যালিডিটি থাকবে ৮৪ দিনের৷ ৬০১ টাকার প্ল্যানে রোজ ৩ জিবি করে ডেটা দেয় কোম্পানি৷ এতে ভ্যালিডিটি ২৮ দিনের বৈধতা রয়েছে৷ এতে ১৬ জিবি অতিরিক্ত ডেটা পায়৷ এই প্ল্যানেও এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন ফ্রিতে পায়৷ আনলিমিটেড কল এবং রোজ ১০০ টি করে এসএমএসের সুবিধা পাবে৷
advertisement
advertisement
এই ভাবে ৩ জিবি এক প্ল্যান ৯০১ টাকার৷ ফ্রি ডিজনি +হটস্টার (Disney+ Hotstar) সাবস্ক্রিপশন ৭০ দিনের জন্য বৈধ৷ এতে ৪৮ জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যাবে৷ ৩৬৫ দিনের প্যাকের দাম ৩,০৯৯ টাকা৷ এই প্ল্যানে রোজ ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং করতে হবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 4:09 PM IST