Gavaskar on Tilak Varma : ভারতীয় ক্রিকেটের আগামীদিনের সুপারস্টারকে খুঁজে পেলেন গাভাসকার ! জানেন কে?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sunil Gavaskar very much impressed with Tilak Varma performance in IPL. ভারতীয় ক্রিকেটের আগামীদিনের সুপারস্টারকে খুঁজে পেলেন গাভাসকার
এবার তরুণদের মধ্যে যেই নাম গুলো উঠে আসছে তাদের মধ্যে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা। যাকে ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ বলে আগেই জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এবার একই ভবিষ্যদ্বাণী করলেন সুনীল গাভাসকর। ভারতের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাসকর ভবিষ্যদ্বাণী করেছেন যে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটসম্যান তিলক বর্মা ভারতের হয়ে সব ফর্ম্যাটে খেলার যোগ্যতা রাখেন।
advertisement
advertisement
গাভাসকরের মতে ব্যাটসম্যান হিসাবে তিলক বর্মা ক্রিকেটের সব ফর্ম্যাটে খেলতে পারেন। একদিকে যেখানে মুম্বই ইন্ডিয়ান্স তাদের আইপিএল ইতিহাসে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে। অন্যদিকে ১২ ম্যাচে ৩৬৮ রান করে সবার মন জিতেছেন তিলক বর্মা। স্টার স্পোর্টস’-এ কথা বলার সময়ে সুনীল গাভাসকর বলেন, তিলক বর্মার মানসিকতা আশ্চর্যজনক।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যখন দল চাপে ছিল তখন তিনি ক্রিজে এসেছিলেন কিন্তু শুরুতে যেভাবে এক ও দুই রান নিয়েছিলেন। সেভাবেই তিনি ইনিংসকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেটা চিত্তাকর্ষক ছিল। তার কাছে বিভিন্ন ধরনের শট আছে এবং সে স্ট্রাইক ধরে রাখতে পারে। এটা দেখায় যে তার ক্রিকেট সম্পর্কে ভাল বোঝাপড়া আছে এবং আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ।
advertisement
রোহিতের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হয়েছেন সুনীল গাভাসকর। হায়দরাবাদের উদীয়মান ক্রিকেটার ভবিষ্যতে শীঘ্রই ভারতীয় দলের অংশ হতে পারেন বলে জানান গাভাসকর। তার মতে তিলক বর্মা সমস্ত ফর্ম্যাটে খেলতে পারেন। গাভাসকর বলেন, রোহিত শর্মা ঠিকই বলেছেন যে তিনি ভারতের হয়ে সব ফর্ম্যাটে খেলার মতো একজন খেলোয়াড় হতে পারেন।
তাই এখন একটু কঠোর পরিশ্রম করতে হবে। তার ফিটনেস ঠিক করতে হবে এবং তাকে নিজের কৌশলে উন্নত করতে হবে। রোহিতকে সঠিক প্রমাণ করা তার উপর নির্ভর করে। তবে এই ছেলে যে লম্বা রেসের ঘোড়া সেটা নিয়ে সন্দেহ নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2022 1:56 PM IST