India vs Australia: কী হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফল? অনেক আগেই হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে এখনও বাকি প্রায় ৩ মাস। তবে মাইন্ড গেম শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। এবার মুখ খুললেন খোদ সুনীল গাভাসকর।
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে এখনও বাকি প্রায় ৩ মাস। তবে মাইন্ড গেম শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। এর আগে শেষ দুবার অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে এসেছে ভারতীয় দল। এবার ট্রফি জিততে মরিয়া ব্যাগি গ্রিণরা। ইতিমধ্যেই রিকি পন্টিং বলেছেন,”বর্ডার-গাভাসকর ট্রফিকে ৩-১ ব্যবধানে জিতবে অস্ট্রেলিয়া।” সিরিজ ৫-০ করার ইচ্ছে প্রকাশ করেছেন মিচেল স্টার্ক।
ভারতীয় দলের বর্তমান ক্রিকেটার এই সিরিজ নিয়ে এখনও কোনও মুখ না খুললেও আসরে নেমে পড়লেন যার নামে ট্রফি সেই সুনীল গাভাসকর। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন সানি। এবারও সিরিজ ভারত জিতবে বলে জানিয়েছেন সুনীল গাভাসকর। তিনি বলেছেন,”এ বার সিরিজ় বেশ টান টান হবে। টেস্টই ক্রিকেটের আসল ফরম্যাট। আমার মনে হয় ভারত ৩-১ ব্যবধানে জিতবে।”
advertisement
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে দেশের মাটিতে ভারতীয় দল মোট ৫টি টেস্ট ম্যাচ খেলবে। যা ভারতীয় দলকে খুব সাহায্য করবে ও অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন সুনীল গাভাসকর। তবে অজিরা মাইন্ড গেম খেললে এখন থেকেই পাল্টা দেওয়া উচিত বলেও মনে করেন কিংবদন্তী ভারতীয় ব্যাটার।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত
advertisement
প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই প্রথমবার ৫ ম্যাচের হতে চলেছে এই ঐতিহাসিক সিরিজ। বর্তমানে ট্রফি রয়েছে ভারতের দখলে। ২০১৪ সালের পর থেকে জিততে পারেনি অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে এবারের ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির দ্বৈরথ যে অন্য মাত্রা পাবে তা বলার অপেক্ষা রাখে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2024 9:17 PM IST