KKR News: কেকেআর থেকে বাদ একাধিক তারকা! নিলামের আগেই বড় ধামাকা করবে নাইটরা? জানুন বিস্তারিত

Last Updated:
IPL 2025 KKR Kolkata Knight Riders: আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। এখনও পর্যন্ত নিলামের নিয়ম বিসিসিআই পরিষ্কারভাবে জানায়নি। তবে বোর্ড সূত্রে যা খবর তাতে ডিসেম্বরের শেষের দিকেই হতে পারে নিলাম।
1/6
আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। এখনও পর্যন্ত নিলামের নিয়ম বিসিসিআই পরিষ্কারভাবে জানায়নি। তবে বোর্ড সূত্রে যা খবর তাতে ডিসেম্বরের শেষের দিকেই হতে পারে নিলাম।
আইপিএল ২০২৫-এর আগে বসতে চলেছে মেগা নিলামের আসর। এখনও পর্যন্ত নিলামের নিয়ম বিসিসিআই পরিষ্কারভাবে জানায়নি। তবে বোর্ড সূত্রে যা খবর তাতে ডিসেম্বরের শেষের দিকেই হতে পারে নিলাম।
advertisement
2/6
একাধিস ফ্র্যাঞ্চাইজি মেগার বদলে মিনি নিলামের দাবি জানিয়েছে। তবে সে সিদ্ধান্ত বোর্ডের হাতে। মেগা নিলাম ধরে নিয়েই স্ট্র্যাটেডি সাজাতে শুরু করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। কাদের ধরে রাখা হবে আর কাদের রিলিজ করা হবে তা নিয়েও চলছে কাজ।
একাধিস ফ্র্যাঞ্চাইজি মেগার বদলে মিনি নিলামের দাবি জানিয়েছে। তবে সে সিদ্ধান্ত বোর্ডের হাতে। মেগা নিলাম ধরে নিয়েই স্ট্র্যাটেডি সাজাতে শুরু করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। কাদের ধরে রাখা হবে আর কাদের রিলিজ করা হবে তা নিয়েও চলছে কাজ।
advertisement
3/6
এই আবহে গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর কেমন দল করবে তা নিয়ে নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। কেকেআরের পক্ষে চ্যাম্পিয়ন দল থেকে প্লেয়ার রিলিজ করা কঠিন কাজ। তবে মনে করা হচ্ছে নিয়মের জাতাকলে একাধিক মহাতারকা বাদ পড়তে পারেন।
এই আবহে গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর কেমন দল করবে তা নিয়ে নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে। কেকেআরের পক্ষে চ্যাম্পিয়ন দল থেকে প্লেয়ার রিলিজ করা কঠিন কাজ। তবে মনে করা হচ্ছে নিয়মের জাতাকলে একাধিক মহাতারকা বাদ পড়তে পারেন।
advertisement
4/6
এর আগে মেগা নিলামে ৪ জন প্লেয়ার রিটেন করা গিয়েছিল। এবার তা বাড়িয়ে ৬ করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে ৪ বা ৬ যাই হোক না কেন কেকেআরকে রিলিজের খাতায় পাঠাতে হবে একাধিক তারকাকে।
এর আগে মেগা নিলামে ৪ জন প্লেয়ার রিটেন করা গিয়েছিল। এবার তা বাড়িয়ে ৬ করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে ৪ বা ৬ যাই হোক না কেন কেকেআরকে রিলিজের খাতায় পাঠাতে হবে একাধিক তারকাকে।
advertisement
5/6
আগে এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২৪-এ কেকেআর-এর সম্পূর্ণ দল-নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ফিল সল্ট, সুনীল নারাইন, সূয়শ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মিশেল স্টার্ক, অঙ্কৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শোরফেন রাদারফোর্ড, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, গ্যাস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
আগে এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২৪-এ কেকেআর-এর সম্পূর্ণ দল-নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ফিল সল্ট, সুনীল নারাইন, সূয়শ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মিশেল স্টার্ক, অঙ্কৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শোরফেন রাদারফোর্ড, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, গ্যাস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
advertisement
6/6
কেকেআর যাদের রিলিজ করতে পারে সেই তালিকায় থাকতে পারেন নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, সূয়শ শর্মা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, রমনদীপ সিং, শেরফান রাদারফোর্ড, বৈভব অরোরা, অংক্রীশ রঘুবংশী।
কেকেআর যাদের রিলিজ করতে পারে সেই তালিকায় থাকতে পারেন নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, সূয়শ শর্মা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সকারিয়া, মণীশ পাণ্ডে, মুজিব উর রহমান, রমনদীপ সিং, শেরফান রাদারফোর্ড, বৈভব অরোরা, অংক্রীশ রঘুবংশী।
advertisement
advertisement
advertisement