Gavaskar on Rishabh Pant : দ্রাবিড়ের ছত্রছায়ায় সঠিক পথেই এগোবেন পন্থ, আশাবাদী সুনীল গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar feels Rahul Dravid will change the mind set of Rishabh Pant. ঋষভ পন্থকে বদলে দেবেন রাহুল দ্রাবিড় নিশ্চিত গাভাসকার

ঋষভ পন্থকে বদলে দেবেন রাহুল দ্রাবিড় নিশ্চিত গাভাসকার
ঋষভ পন্থকে বদলে দেবেন রাহুল দ্রাবিড় নিশ্চিত গাভাসকার
কিন্তু আমি নিশ্চিত রাহুল দ্রাবিড় ঋষভ পন্থকে নিয়ে আলাদা সময় দেবে। বোঝানোর চেষ্টা করবে ও যদি অতি আক্রমনাত্মক না হয়ে একটু দেখে সেট হয়ে নিতে পারে, তাহলে বড় রান ওর কাছে সমস্যা নয়। যেভাবে অস্ট্রেলিয়ার মাটিতে সিডনিতে ৯৬ এবং ব্রিসবেনে ম্যাচ জেতানো ৮৯ করেছিল, অতুলনীয়। দক্ষিণ আফ্রিকার মাটিতেও ভারত হেরে গেলেও ঋষভ পন্থ কেপটাউন টেস্টে শতরান এবং পার্ল একদিনের ম্যাচে অনবদ্য ৮৫ রান করে।
advertisement
advertisement
ও যেদিন বুঝতে পারবে নিজের উইকেটের মূল্য সেদিন অনেক ম্যাচ জেতাবে। বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দিতেই যে প্রশ্ন প্রথম মাথায় আসে তা হল, এরপর ভারতের টেস্ট অধিনায়ক কে? অনেকেই বলছেন রোহিত শর্মা। অনেকের মতে রাহুল দ্রাবিড়ের এক সময়ের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকেও নাকি অধিনায়ক করা হতে পারে। কিন্তু সুনীল গাভাসকরের মতে এঁরা কেউ নন, তিনি বেছে নিয়েছিলেন ভারতের তরুণ এক ক্রিকেটারকে।
advertisement
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেছিলেন, আমার উপর দায়িত্ব দেওয়া হলে টেস্টে ভারতের অধিনায়ক করতাম ঋষভ পন্থকে। তরুণ পন্থের বয়স ২৪। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেছেন তিনি। কিন্তু ভারতীয় দলের নেতা হিসেবে কি তাঁকে ভাবা যেতে পারে? অনেকের মতে মহেন্দ্র সিংহ ধোনিকে তো এই ভাবেই নেতা করে দেওয়া হয়েছিল। আবারও কি সেই পথেই ভারত? রোহিতের বয়স ৩৪ বছর, অশ্বিন ৩৫।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on Rishabh Pant : দ্রাবিড়ের ছত্রছায়ায় সঠিক পথেই এগোবেন পন্থ, আশাবাদী সুনীল গাভাসকার
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement