Sunil Chhetri: সুনীল ছেত্রী বাঙালি সেজে বসে পড়লেন যজ্ঞে! সন্তানের জন্য পুজো ভারতের ক্যাপ্টেনের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ছবিতে সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনমকে একেবারে বাঙালিয়ানাতে দেখা যাচ্ছে
কলকাতা: সুনীল ছেত্রী যে প্রথমবার সন্তানের বাবা হতে চলেছেন সেই খবর প্রকাশ হয়েছিল কয়েক মাস আগে। ভানুয়াতু ম্যাচে গোল করে পেটের মধ্যে বল ঢুকিয়ে সেই ইঙ্গিত দিয়েছিলেন ভারতের ফুটবল অধিনায়ক। ক্যাপ্টেন লিডার এবং লেজেন্ড এখন জীবনের এমন একটা জায়গায় অবস্থান করছেন যেখানে বাবা হওয়ার অদ্ভুত অনুভূতির সম্মুখীন হবেন কয়েকদিন পর। সুনীল ছেত্রীর এই টুইটটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
এই ছবিতে সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনমকে একেবারে বাঙালিয়ানাতে দেখা যাচ্ছে। সুব্রত ভট্টাচার্যের কন্যা লাল পার দেওয়া হলুদ শাড়ি ও শাঁখা-পলা পরে রয়েছেন। এই ছবিতেই পরিষ্কার যে, বাড়িতে শুভ কিছুর জন্যই পূজা-অর্চনা চলছে। সুনীল যে বাঙালিয়ানাকে নিজের মধ্যে নিয়েছেন তা এই ছবিতেই স্পষ্ট। বাঙালি জামাইয়ের এমন ভূমিকায় অনেকেই বেশ খুশি হয়েছেন।
advertisement
❤️❤️❤️ pic.twitter.com/HZAy2OiNIk
— Sunil Chhetri (@chetrisunil11) July 23, 2023
advertisement
পর পর দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতা জিতেছে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল। প্রথমে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও এর পরে সাফ চ্যাম্পিয়নশিপ। তবে এখন ছুটিতেই রয়েছেন সুনীল ছেত্রী। ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী দেশের দায়িত্ব পালন করার পরে এখন নিজের পরিবারের দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন। তিনটি হৃদয়ের চিহ্ন দিয়েছেন তিনি।
advertisement
অনেকেই বলছেন এই তিনটি হৃদয়ের চিহ্ন সুনীল, সোনম ও তাঁদের পরিবারের নতুন অতিথির। সুনীল কবে অবসর নেবেন পরিষ্কার নয়। পরের বছর ভারতের এশিয়ান কাপ টুর্নামেন্টে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সবাই জানে। তাছাড়া তার আগে এবার শেষ পর্যন্ত যদি ভারতীয় ফুটবল দল এশিয়ান গেমসে যায় সেখানে তিনজন সিনিয়র ফুটবলারের মধ্যে সুনীলেরও থাকার কথা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 11:12 AM IST

