বিরাট ঝামেলা! কোহলি-গাভাসকরের লেগে গেল! মুখে যা এল, তাই বলে দিলেন সানি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sunil Gavaskar Blast on Virat Kohli: বিরাট কোহলি সেদিন আরও বলেছিলেন, মাঠে খেলা আর কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্য দেওয়া সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। আপনি আপনার দলের জন্য জিততে চান। আমি শুধু আমার কাজ করছি. আমি এভাবেই খেলি। লোকে যাই বলুক না কেন, আমি আমার খেলা খুব ভাল করেই জানি। মানুষের নিজস্ব মতামত এবং কুসংস্কার আছে। যারা ২৪ ঘন্টা মাঠে কাজ করছেন তারা বুঝতে পারছেন কী হচ্ছে!
মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার বিরাট কোহলিকে কটাক্ষ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি এবার কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলে দিলেন।
শনিবার গুজরাত টাইটান্সকে চার উইকেটে হারিয়েছে আরসিবি। ওই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় কোহলির বক্তব্যের জবাব দেন গাভাসকর। তিনি বলেন, কিছু লোক বলেস আমরা বাইরের কারও কথা পাত্তা দিই না। যদি তাই হয়, তাহলে আপনি কেন সমালোচকদের জবাব দিচ্ছেন? আমরা একটু হলেও ক্রিকেট খেলেছি। আমাদের কোনো এজেন্ডা নেই। আমরা যা দেখি তা নিয়ে কথা বলি। আমরা কারও পছন্দ-অপছন্দের কথা চিন্তা করি না। আমরা শুধু কি ঘটছে তা নিয়ে আমাদের মতামত দিই।
advertisement
আরও পড়ুন- রবিবার একই মঞ্চে সৌরভ-ডোনা! ব্লকবাস্টার ছুটির দিন, জমজমাট হবে সন্ধে
তিনি আরও বলেন, স্ট্রাইক রেট ১১৮ হলে অনেকে প্রশ্ন তোলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারছি না কারণ আমি অনেক ম্যাচ দেখি না। তাই আমি জানি না অন্য ধারাভাষ্যকাররা কী বলেন! কিন্তু আপনি যদি ১১৮ স্ট্রাইক রেটে খেলে আউট হন এবং তার জন্য প্রশংসা পেতে চান, তা হলে আলাদা ব্যাপার।
advertisement
advertisement
২৮ এপ্রিল গুজরাতের বিরুদ্ধে কোহলি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সেদিন তিনি অপরাজিত 70 রান করেছিলেন। কোহলি ১৫৯.০৯ স্ট্রাইক রেটে ৬টি চার এবং তিনটি ছক্কা মেরেছিলেন। ম্যাচের পর সমালোচকদের জবাবে তিনি বলেন, মানুষ আমার খেলার ধরণ এবং স্পিনারদের বিরুদ্ধে আমার লড়াই নিয়ে কথা বলছে। কিন্তু আমার কাছে জয়ই সব কিছু। গত ১৫ বছর ধরে খেলার এটাই একমাত্র কারণ।
advertisement
আরও পড়ুন- ২০২৪ আইপিএলের সেরা ‘আবিষ্কার’, সেই ক্রিকেটারের স্বপ্ন শেষ! ভয়ঙ্কর খারাপ খবর
কোহলি সেদিন আরও বলেছিলেন, মাঠে খেলা আর কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্য দেওয়া সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। আপনি আপনার দলের জন্য জিততে চান। আমি শুধু আমার কাজ করছি. আমি এভাবেই খেলি। লোকে যাই বলুক না কেন, আমি আমার খেলা খুব ভাল করেই জানি। মানুষের নিজস্ব মতামত এবং কুসংস্কার আছে। যারা ২৪ ঘন্টা মাঠে কাজ করছেন তারা বুঝতে পারছেন কী হচ্ছে!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 05, 2024 12:54 PM IST