২০২৪ আইপিএলের সেরা 'আবিষ্কার', সেই ক্রিকেটারের স্বপ্ন শেষ! ভয়ঙ্কর খারাপ খবর

Last Updated:

Mayank Yadav Injury update: লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবের চোট গুরুতর। চলতি আইপিএলে তিনি হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন! মায়াঙ্ক ও দীপক চাহার মরশুমের মাঝে চোট পেয়েছিলেন। তাঁরা দুজনই বাকি ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, দীপক চাহারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

লখনউ: অনেকেই বলছেন, ২০২৪ আইপিএলের সেরা আবিষ্কার তিনি। সেই ক্রিকেটারের স্বপ্ন শেষ!
মায়াঙ্ক যাদবের চোট গুরুতর। চলতি আইপিএলে তিনি হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন! মায়াঙ্ক ও দীপক চাহার মরশুমের মাঝে চোট পেয়েছিলেন। তাঁরা দুজনই বাকি ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, দীপক চাহারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুন- মুম্বইয়ের মাঠে মুম্বই বধ শাহরুখের দলের, স্টার্কের আগুনে স্পেলে ছারখার হার্দিকরা
চেন্নাই সুপার কিংসের সিইও কেসি বিশ্বনাথন বলেছেন, ‘আমি বলতে পারি না যে দীপক পুরো মরশুমের বাইরে, তবে ওর খেলা নিয়ে সন্দেহ রয়েছে।’ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে মাত্র ২ বল করেই মাঠের বাইরে চলে যান দীপক। রবিবার ধরমশালায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে হবে চেন্নাইকে।
advertisement
advertisement
লখনউয়ের শেষ ম্যাচে ৩.১ ওভার বল করার পর মায়াঙ্কও মাঠের বাইরে চলে যান। সূত্রের খবর, এর আগেও তাঁর পিঠে স্ট্রেন ছিল, সেই কারণে তিনি কিছু ম্যাচ খেলতে পারেননি। ৩০ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আবারও একই সমস্যার সম্মুখীন হন তিনি।
আইপিএলের শুরুতে মায়াঙ্কের গতি নিয়ে অনেক কথা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তাঁর নির্বাচিত হওয়ার কথাও উঠছিল। কিন্তু ফিটনেস সমস্যা তাঁর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
আরও পড়ুন- ‘বাংলার ক্রিকেটের ছবি বদলে দেবে বেঙ্গল প্রো টি-২০ লিগ’,জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
এই মরসুমে লখনউয়ের হয়ে আবার খেলতে নামা তাঁর পক্ষে কঠিন বলে মনে হচ্ছে। লখনউয়ের বর্তমানে ১২ পয়েন্ট। প্লে অফে উঠতে তাদের বাকি চারটি ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে। তাদের পরের ম্যাচ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
বাংলা খবর/ খবর/খেলা/
২০২৪ আইপিএলের সেরা 'আবিষ্কার', সেই ক্রিকেটারের স্বপ্ন শেষ! ভয়ঙ্কর খারাপ খবর
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement