KKR vs MI: মুম্বইয়ের মাঠে মুম্বই বধ শাহরুখের দলের, স্টার্কের আগুনে স্পেলে ছারখার হার্দিকরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR vs MI: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ১২ বছর বাদে ওয়াংখেড়েতে জিতল কেকেআর
মুম্বই: পিচ যাই হোক, কেকেআর এখন শেষ পর্যন্ত মরার আগে পর্যন্ত মরবে না – এই মানসিকতা নিয়েই ম্যাচ খেলছে৷ আইপিএলে নিজেদের দশম ম্যাচে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে একেবারে কাঁটায় কাঁটায় লড়াই হল৷ ওয়াংখেড়ের লো স্লো উইকেটে লো স্কোরিং ম্যাচে একবার ম্যাচ ঝুঁকল মুম্বইয়ের দিকে একবার ঝুঁকল কেকেআরের ঝোলায়৷ ১২ বছর বাদে ফের একবার মুম্বই বধ করল শাহরুখ খানের ছেলেরা৷ এদিন ২৪ রানে ম্যাচ জিতল শ্রেয়স আইয়ার এন্ড কোং৷ বল হাতে জ্বলন্ত পারফরম্যান্স মিচেল স্টার্কের৷ তিনি ৩.৫ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন৷
এদিন কেকেআর বোলাররা শুরু থেকেই উইকেট তুলে নিয়ে চাপ দিতে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে৷ নিন্দের পাহাড় চুড়োর তলায় থাকা স্টার্ক বোঝালেন কেন তিনি জাত বোলার৷ চাপের মুখে তিনি এদিন প্রথমেই ইশান কিষানকে আউট করে দেন৷ এরপর ৪৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স৷
৩৫ বলে ৫৬ করে সূর্য কুমার যাদব একটা আশা তৈরি করলেও কোনও ক্রিকেটারই তাঁকে সঙ্গ দিতে পারেননি৷ ফলে ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় মুম্বই ইনিংস৷ ফ্লপ রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা৷
advertisement
advertisement
এদিন মিচেল স্টার্কের ৪ উইকেট ছাড়াও ২ টি করে উইকেট পান বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল৷ নিয়মিত ব্যবধানে কেকেআর বোলাররা আঘাত করে মুম্বইকে বড় ইনিংস গড়ার সুযোগই দেননি৷
এদিন টসে হারার পর কেকেআরকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স৷ ভেঙ্কটেশ আইয়ার ও সুপার সাব মণীশ পাণ্ডে ছাড়া পুরো ব্যর্থ কেকেআরের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৬৯ রান অল আউট হয়ে যায় কেকেআর৷
advertisement
ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এদিন কেকেআরের ব্যাটিং অর্ডারে শুরু থেকেই ধস নামে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। ৫৭ রানের মধ্যে কেকেআরের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। ফিল সল্ট ৫, সুনীল নারিন ৮, আংক্রিশ রঘুবংশী ১৩, শ্রেয়স আইয়ার ৬, রিঙ্কু সিং ৯ রান করে আউট হন। টপ অর্ডারের ৩টি উইকেট নেন নুয়ান তুশারা।
advertisement
একদিক থেকে ইনিংস ধরে রাখেন ভেঙ্কটেশ আইয়ার। তাকে সঙ্গে দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা মনীশ পাণ্ডে। দুজনের ব্যাটে ভর করে কিছুটা ম্যাচ ফেরে কেকেআর। প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই অভিজ্ঞ ব্যাটার। নিজের অর্ধশতরান পূরণ করেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার ও মণীশ পাণ্ডে মিলে ৮৩ রানের পুার্টনারশিপ করেন। ৪২ রান করে আউট হন মণীশ পাণ্ডে৷
advertisement
জুটি ভাঙতেই ফের ধস নামে কেকেআরের ব্যাটিংয়ে। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ৭ রান করে রান আউট হন আন্দ্রে রাসেল। রমনদীপ সিং ২ ও মিচেল স্টার্ক খাতা না খুলেই বুমারাহের শিকার হন। শেষ পর্যন্ত ৭০ রান করে জসপ্রীত বুমরাহের তৃতীয় শিকার হন ভেঙ্কটেশ আইয়ার। ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 11:26 PM IST