Sourav Ganguly: 'বাংলার ক্রিকেটের ছবি বদলে দেবে বেঙ্গল প্রো টি-২০ লিগ', জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: আইপিএলের ধাঁচে রাজ্য ভিত্তিক টি-২০ প্রতিযোগিতা বেশ কয়েকটি রাজ্যে আগেই শুরু হয়েছিল। এবার পালা বেঙ্গল প্রো টি-২০ লিগের।
কলকাতা: আইপিএলেপ ধাঁচে রাজ্য ভিত্তিক টি-২০ প্রতিযোগিতা বেশ কয়েকটি রাজ্যে আগেই শুরু হয়েছিল। এবার পালা বেঙ্গল প্রো টি-২০ লিগের। ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এবার উদ্বোধবন হল প্রতিযোহিতার ট্রফির। শুক্রবার শহরের একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রফি উন্মোচন হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য সিএবি কর্তারা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। এছাড়া জাতীয় দলে খেলা বাংলার একাধিক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাদের মধ্যে অন্যতম হল প্রণব রায়, উৎপল চট্টোপাধ্যায়, শরদিন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
advertisement
অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেটের আরও উন্নতির বিষয়ে আশাবাদী। তিনি বলেন,”অন্য়ান্য রাজ্যে আগেই শুরু হয়েছে এই ধরনের প্রতিযোগিতা। বাংলায় একটু দেরিতে শুরু হচ্ছে। এই প্রতিযোগিতা বাংলার ক্রিকেটের ছবিটা অনেকটা বদলে দেবে। পশ্চিমবঙ্গের অনেক প্রতিভাবান ক্রিকেটার নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে। এখান থেকে অনেকের আইপিএলের দরজাও খুলে যাবে।”
advertisement
VIDEO | Here’s what former Indian cricketer Sourav Ganguly (@SGanguly99) said after the announcement of ‘Bengal Pro T20’ to be held in June 2024.
“It’s happening in every state. We are probably 5-6 years late on this. Any way of playing the sport will always be very helpful. T20… pic.twitter.com/t6Za3BeFkD
— Press Trust of India (@PTI_News) May 3, 2024
advertisement
প্রসঙ্গত, আগামী ১১ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে বেঙ্গল প্রো টি-২০ লিগ। এই প্রতিযোগিতা পুরুষ ও মহিলা উভয় বিভাগেই হবে। মোট ৮টি করে দল অংশ নেবে প্রতিযোগিতায়। বাংলার বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা মুখিয়ে রয়েছেন নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 10:57 PM IST