ট্রেনে পাননি আপৎকালীন চিকিৎসা! মাত্র ৩৮-এই প্রয়াত ভারতীয় ক্রিকেটার! মর্মান্তিক ঘটনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Cricketer: চট্টগ্রাম এক্সপ্রেসে যাত্রাকালীন এক প্রতিবন্ধী ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু। ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলের জরুরি চিকিৎসা সহায়তা ব্যবস্থা।
চট্টগ্রাম এক্সপ্রেসে যাত্রাকালীন এক প্রতিবন্ধী ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু। ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলের জরুরি চিকিৎসা সহায়তা ব্যবস্থা। পঞ্জাবের ৩৮ বছর বয়সী হুইলচেয়ার ব্যবহারকারী ক্রিকেটার বিক্রম সিং দিল্লি থেকে গ্বালিয়র যাচ্ছিলেন ‘গ্বালিয়র দিব্যাং ক্রিকেট টুর্নামেন্ট’-এ অংশগ্রহণ করতে। বুধবার রাতে হাজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাঁর সতীর্থরা জানান, ভোর ৪টা ৫৮ মিনিটে রেলওয়ে হেল্পলাইনে SOS কল করে জরুরি চিকিৎসা চাওয়া হয়। বারবার ফোন করা সত্ত্বেও কোনো মেডিকেল টিম পৌঁছায়নি। ট্রেনটি দীর্ঘ সময় থেমে থাকার পর সকাল ৮টা ১০ মিনিটে মথুরা স্টেশনে পৌঁছায়। তখন দেখা যায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে বিক্রম সিং।
রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রেল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। সতীর্থদের অভিযোগ, বিক্রমের মৃত্যুর জন্য রেলের দায়িত্বজ্ঞানহীনতা ও প্রস্তুতির অভাবই দায়ী।
advertisement
advertisement
এই ঘটনায় দেশজুড়ে প্রতিবন্ধী অধিকারকর্মী ও ক্রীড়া মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, এই ঘটনা শুধুমাত্র একটি মর্মান্তিক দুর্ঘটনা নয়, বরং রেলওয়ের আপৎকালীন ব্যবস্থার ভয়াবহ দুর্বলতাকেই প্রকাশ করে।
সময়মতো চিকিৎসা সহায়তা পেলে বিক্রম সিংয়ের জীবন বাঁচানো যেত বলেই মনে করছেন অনেকে। এই ঘটনার পর, রেলপথে প্রতিবন্ধী যাত্রীদের সুরক্ষা ও জরুরি সহায়তার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার দাবি উঠেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 6:41 PM IST