Heinrich Klaasen: মাত্র ৩৩-এই ক্রিকেটকে বিদায় জানালেন ক্লাসেন, সোশ্যাল মিডিয়ায় দিলেন আবেগঘন পোস্ট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Heinrich Klaasen Announced Retirement: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন।
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ৩৩ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার ২০১৮ সালে ভারতের বিপক্ষে কেপটাউনে ওয়ানডে ম্যাচে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন। সীমিত ওভারের ক্রিকেটে ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে।
ক্লাসেন তার কেরিয়ারে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে এবং ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি যথাক্রমে ১০৪, ২১৪১ এবং ১০০০ রান করেছেন। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মিডল-অর্ডারে তার বিধ্বংসী ব্যাটিং তাকে বিশ্বের অন্যতম সেরা ফিনিশারদের একজন হিসেবে গড়ে তোলে। গত চার বছরে তিনি বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে একাধিক দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
advertisement
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে ক্লাসেন লেখেন,”আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার এই দিনটি আমার জন্য অত্যন্ত দুঃখের। ভবিষ্যতের জন্য আমার ও আমার পরিবারের পক্ষে কী ভালো হবে, তা নিয়ে অনেক ভাবনা-চিন্তা করেছি। সিদ্ধান্তটি কঠিন ছিল, তবে আমি মনে করি এটি আমার জন্য সঠিক এবং আমি এর সাথে সম্পূর্ণ শান্তিতে আছি।”
advertisement
তিনি আরও লেখেন,”শুরু থেকেই আমার দেশের প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় গর্ব এবং সুযোগ। ছোটবেলা থেকে আমি এই স্বপ্নটাই দেখতাম এবং সেই অনুযায়ী পরিশ্রম করেছি। আমি অসাধারণ কিছু বন্ধু ও সম্পর্ক গড়ে তুলেছি, যা আমি সারাজীবন লালন করব। প্রোটিয়া জার্সি গায়ে তোলার এই যাত্রায় আমি এমন কিছু মানুষের সঙ্গে দেখা পেয়েছি যারা আমার জীবনটাই বদলে দিয়েছেন। যাদের আমি কখনও ভুলব না। আমার পথটা অন্যদের থেকে কিছুটা আলাদা ছিল, এবং আমার ক্যারিয়ারের কিছু বিশেষ কোচ ছিলেন যারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ।”
advertisement
উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্লাসেন শেষ করেন এই বলে,”আমার বুকে প্রোটিয়া ব্যাজ নিয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল এবং চিরকাল তাই থাকবে। এখন আমি আমার পরিবারের সঙ্গে আরও সময় কাটানোর জন্য মুখিয়ে আছি, কারণ এই সিদ্ধান্ত আমাকে সেই সুযোগ দেবে। আমি সবসময় একজন গর্বিত প্রোটিয়া সমর্থক হয়ে থাকব এবং আমার ক্যারিয়ারে আমাকে ও আমার সতীর্থদের যারা সমর্থন করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২৫ সালের আইপিএলে ক্লাসেন ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে ব্যয়বহুল রিটেনশন, যা প্রমাণ করে যে তার টি-টোয়েন্টি দক্ষতার এখনও বিশ্বজুড়ে ব্যাপক কদর রয়েছে। আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানালেও ক্লাসেন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 5:36 PM IST