সৌরভের পরিবারে আজ খুশির দিন! মধ্যরাতে কেকে কেটে হল ডোনার জন্মদিন সেলিব্রেশন
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Dona Ganguly Birthday: ২২ অগাস্ট প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা বিখ্যাত নৃত্যশীল্পি ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। মঙ্গলবার ৪৯ তম জন্মদিন পালন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়।
কলকাতা: ২২ অগাস্ট প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা বিখ্যাত নৃত্যশীল্পি ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। মঙ্গলবার ৪৯ তম জন্মদিন পালন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। প্রতিবছর এই দিনটা পরিবারের সঙ্গেই কাটান তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার মধ্যরাত থেকেই শুভেচ্ছার জোয়ার ভাসেন ডোনা গঙ্গোপাধ্যায়। পরিবারের তরফ থেকেও মধ্যরাতে কেক কেটে সেলিব্রেট করা হয় বিশেষ দিনটি।
মধ্যরাতে ডোনা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন সেলিব্রেশনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। কেক কেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানাকে খাইয়ে দেন ডোনা। দুটি কেক ছিল ডোনার মধ্যরাতের জন্মদিন সেলিব্রেশনে। বরাবর ডোনার জন্মদিন পরিবার ও কাছের মানুষদের ঘিরেই পালিত হয়েছে। সৌরভ থেকে সানা ও পরিবারের অন্যান্য সদস্যরা স্পেশাল গিফটও দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়কে। ব্যবস্থা করা হয়েছে স্পেশাল মেন্যুরও।
advertisement
advertisement
প্রসঙ্গত, বরাবরই খুব ধুমধামের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন না ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এই দিনটিতে পরিবারের তরফ তাঁকে স্পেশাল ফিল করাতে কোনও খামতি রাখা হয় না। মহারাজের দেওয়া বিশেষ উপহার। সেটা তো সবসময়ই স্পেশাল বলে সবসময় জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর শিক্ষার্থীরাও শুভেচ্ছা জানিয়েছেন ও জন্মদিন পালন করেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 1:56 PM IST