Sourav Ganguly : বাংলার ক্রিকেট নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ, বুধবার অগ্নিপরীক্ষা! তার আগে মহারাজের 'ভবিষ্যদ্বাণী'
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly : রনজি ট্রফিতে বাংলা দলের পেস বিভাগ যে দেশের সেরা, তা মেনে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে বাংলার অনুশীলনে আসেন তিনি। কথা বলেন ক্রিকেটারদের সঙ্গে।
কলকাতা : রনজি ট্রফিতে বাংলা দলের পেস বিভাগ যে দেশের সেরা, তা মেনে নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে বাংলার অনুশীলনে আসেন তিনি। কথা বলেন ক্রিকেটারদের সঙ্গে। দীর্ঘক্ষণ সময় কাটান অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে। তাঁর থেকে জানতে চান, কী রকম দল গড়তে চাইছেন? মরশুমজুড়ে পরিকল্পনা কী? পরে ড্রেসিংরুমেও ক্রিকেটারদের বেশ কিছুক্ষণ ‘পেপটক’ দেন সিএবি প্রেসিডেন্ট।
ইডেন থেকে বেরিয়ে সাংবাদিকদের সৌরভ জানিয়ে দেন, বর্তমানে দেশের সেরা পেস বিভাগ বাংলার। বলেন, ‘‘আকাশ আছে, শামি আছে। সূরজ ভাল বল করছে। মুকেশ ফিট হলে ও দলে ঢুকবে। দেশের অন্যতম সেরা পেস বিভাগ।’’
মহম্মদ শামি বাংলা দলে যোগ দেবেন মঙ্গলবার। তাঁকে পেলে বাংলার যে অনেকটাই সুবিধা হবে তা বললেন সৌরভ। তাঁর কথায়, ‘‘খুবই ভাল বিষয়। শামি দেশের অন্যতম সেরা পেসার। আশা করি, ভাল খেলবে।’’ মরশুমের শুরুতেই দু’টি ঘরের মাঠে ম্যাচ পেয়েছে বাংলা। ১৫ অক্টোবর প্রতিপক্ষ উত্তরাখণ্ড। ২৫ অক্টোবর থেকে গুজরাতের বিরুদ্ধে খেলবেন ঈশ্বরনরা।
advertisement
advertisement

আকাশ দীপের সঙ্গে সৌরভ।
সৌরভ মনে করছেন, ‘হোম ম্যাচ’ দিয়ে মরশুম শুরু করা ভাল। কিন্তু দলকেও তো জিততে হবে। তাঁর কথায়, ‘‘প্রতিপক্ষ যে কোনও দল হোক না কেন, এটা ক্রিকেট। ভাল খেলেই জিততে হবে।’’ ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ নিয়েও এ দিন কথা বললেন সৌরভ। ফলো-অনে ওয়েস্ট ইন্ডিজ়কে ব্যাট করতে পাঠানোর পরে তাঁরা পাল্টা লড়াই করেছে। শতরান করেছেন জন ক্যাম্পবেল। ফলে ফলো-অনে বিপক্ষকে ব্যাট করানোর সিদ্ধান্ত কি সঠিক হল? সৌরভের উত্তর, ‘‘একদম ঠিক আছে। টেস্টের এখনও একটা দিন বাকি। ভারত অবশ্যই জিতবে।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 5:51 PM IST