Lionel Messi : রাজুদার পকেট পরোটা খাবেন মেসি! মেসির কলকাতা সফরে ঘটতে পারে অবিশ্বাস্য ঘটনা, 'চ্যালেঞ্জ' নিয়ে ফেললেন একজন!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Lionel Messi- কলকাতায় আসছেন মেসি। সে ঠিক আছে। কিন্তু কলকাতায় এসে মেসি কি না রাজুদার পকেট পরোটা খাবেন! এই ব্যাপারটা কি একটু অবিশ্বাস্য হয়ে গেল না!
কলকাতা: কলকাতায় আসছেন মেসি। সে ঠিক আছে। কিন্তু কলকাতায় এসে মেসি কি না রাজুদার পকেট পরোটা খাবেন! এই ব্যাপারটা কি একটু অবিশ্বাস্য হয়ে গেল না!
রাজুদার পকেট পরোটা। সোশ্যাল মিডিয়ায় একেবারে চেনা মুখ এই রাজুদা। ফুডব্লগারদের সৌজন্যে রাজুদার পকেট পরোটার রমরমা। সেই রাজুদার পরোটা নাকি চেখে দেখতে পারেন লিওনেল মেসি! ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি হতে পারে। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত এই ব্যাপারটাকে সত্যি করে তুলবেন বলে কথা দিয়েছেন।
ডিসেম্বরে ভারতে আসছেন লিওনেল মেসি। সঙ্গে আসতে পারেন রডরিগো ডি’পল, ডেকো। কলকাতা, দিল্লি, মুম্বইয়ের সঙ্গে আহমেদাবাদেও যাবেন মেসিরা। এই নিয়ে দ্বিতীয়বার কলকাতায় পা রাখবেন মেসি। যুবভারতীতে মেসিকে দেখার জন্য অনলাইনে টিকিট মুহূর্তে সোল্ড আউট। তবে এসবের মাঝে এখন মেসি যে রাজুদার পরোটা চেখে দেখবেন, তা নিয়ে বাজার গরম।
advertisement
advertisement
মেসির সঙ্গে রাজুদার একটি এআই জেনারেটেড ছবি এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শতদ্রুর পোস্ট, আমি এই ছবিটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। শুনলাম উনি পরোটা বেচে। অনেকজন এই ছবিটা নিয়ে মজা করছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই লোকটা খেটেখুটে নিজের এলেমে কিছু করছে। পরোটা বেচলে কি স্বপ্ন দেখা যায় না! একটা কথা দিলাম, এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসিকে মিট করবেন। আমি দেখা করাব।’
advertisement
আরও পড়ুন- প্রেমে সিলমোহর অবশেষে? একসঙ্গে রংমিলান্তি পোশাকে সামনে এলেন হার্দিক ও মাহিকা…
এবার দেখা যাক, শতদ্রু দত্ত কথা রাখেন কি না! মেসির সঙ্গে সত্যিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজুদার দেখা হয় কি না!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 11:18 AM IST