Lionel Messi : রাজুদার পকেট পরোটা খাবেন মেসি! মেসির কলকাতা সফরে ঘটতে পারে অবিশ্বাস্য ঘটনা, 'চ্যালেঞ্জ' নিয়ে ফেললেন একজন!

Last Updated:

Lionel Messi- কলকাতায় আসছেন মেসি। সে ঠিক আছে। কিন্তু কলকাতায় এসে মেসি কি না রাজুদার পকেট পরোটা খাবেন! এই ব্যাপারটা কি একটু অবিশ্বাস্য হয়ে গেল না!

News18
News18
কলকাতা: কলকাতায় আসছেন মেসি। সে ঠিক আছে। কিন্তু কলকাতায় এসে মেসি কি না রাজুদার পকেট পরোটা খাবেন! এই ব্যাপারটা কি একটু অবিশ্বাস্য হয়ে গেল না!
রাজুদার পকেট পরোটা। সোশ্যাল মিডিয়ায় একেবারে চেনা মুখ এই রাজুদা। ফুডব্লগারদের সৌজন্যে রাজুদার পকেট পরোটার রমরমা। সেই রাজুদার পরোটা নাকি চেখে দেখতে পারেন লিওনেল মেসি! ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি হতে পারে। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত এই ব্যাপারটাকে সত্যি করে তুলবেন বলে কথা দিয়েছেন।
ডিসেম্বরে ভারতে আসছেন লিওনেল মেসি। সঙ্গে আসতে পারেন রডরিগো ডি’পল, ডেকো। কলকাতা, দিল্লি, মুম্বইয়ের সঙ্গে আহমেদাবাদেও যাবেন মেসিরা। এই নিয়ে দ্বিতীয়বার কলকাতায় পা রাখবেন মেসি। যুবভারতীতে মেসিকে দেখার জন্য অনলাইনে টিকিট মুহূর্তে সোল্ড আউট। তবে এসবের মাঝে এখন মেসি যে রাজুদার পরোটা চেখে দেখবেন, তা নিয়ে বাজার গরম।
advertisement
advertisement
মেসির সঙ্গে রাজুদার একটি এআই জেনারেটেড ছবি এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শতদ্রুর পোস্ট, আমি এই ছবিটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। শুনলাম উনি পরোটা বেচে। অনেকজন এই ছবিটা নিয়ে মজা করছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই লোকটা খেটেখুটে নিজের এলেমে কিছু করছে। পরোটা বেচলে কি স্বপ্ন দেখা যায় না! একটা কথা দিলাম, এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসিকে মিট করবেন। আমি দেখা করাব।’
advertisement
আরও পড়ুন- প্রেমে সিলমোহর অবশেষে? একসঙ্গে রংমিলান্তি পোশাকে সামনে এলেন হার্দিক ও মাহিকা…
এবার দেখা যাক, শতদ্রু দত্ত কথা রাখেন কি না! মেসির সঙ্গে সত্যিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজুদার দেখা হয় কি না!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi : রাজুদার পকেট পরোটা খাবেন মেসি! মেসির কলকাতা সফরে ঘটতে পারে অবিশ্বাস্য ঘটনা, 'চ্যালেঞ্জ' নিয়ে ফেললেন একজন!
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement