BCCI: ফের বিসিসিআইয়ের প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবার! স্নেহাশিসের জন্য অপেক্ষায় বড় কিছু

Last Updated:

Snehasish Ganguly In Race To Become BCCI Secretary: তৈরি হয়েছে প্রবল সম্ভাবনা। অনেক কিন্তু-পরুন্ত থাকলেও আশায় বুক বাঁধা যেতেই পারে। ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যকে।

কলকাতা: তৈরি হয়েছে প্রবল সম্ভাবনা। অনেক কিন্তু-পরুন্ত থাকলেও আশায় বুক বাঁধা যেতেই পারে। ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যকে। বিসিসিআই সচিব হওয়ার দৌড়ে রয়েছে সৌরভের দাদা তথা বর্তমান সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
বর্তমান বিসিসিআইয়ের সচিব পদে রয়েছেন জয় শাহ। তবে কয়েকদিনের মধ্যেই আইসিসির চেয়ারম্যান পদে বসবেন তিনি। আগামী ৩০ নভেম্বর বোর্ড সচিব পদে মেয়াদ শেষ হচ্ছে জয়ের। ১ ডিসেম্বর থেকেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রধান পদে দেখা যাবে জয় শাহকে। বোর্ডের নিয়ম অনুযায়ী, জয় শাহ-র প্রস্থানের ৪৫ দিনের মধ্যে বিশেষ সাধারণ সভা ডেকে নতুন সচিব বেছে নিতে হবে।
advertisement
আর নতুন সচিব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম। ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট এর কাছে প্রস্তাব এসেছে বলে সূত্রের খবর। এখনই নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি। কারণ বোর্ডের অন্দরের রাজনীতি একটা বড় বিষয়। তবে ভাগ্য সহায় থাকলে ও সবকিছু ঠিকঠাক পথে এগোলে নয়া বিসিসিআই সচিব হতে পারেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট পদে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। করোনো কালে আইপিএল ও টি-২০ বিশ্বকাপ আয়োজন, দিন-রাতের টেস্ট আয়োজন থেকে একাধিক স্মরণীয় কাড বোর্ডের মসনদে বসে করে এসেছেন সৌরভ। এবার ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক মহাগুরুত্বপূর্ণ পদে আরও এক বাঙালি বসার অপেক্ষা।
বাংলা খবর/ খবর/খেলা/
BCCI: ফের বিসিসিআইয়ের প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবার! স্নেহাশিসের জন্য অপেক্ষায় বড় কিছু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement