আনন্দের মাঝেই ছন্দপতন! হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা! স্থগিত মেয়ের বিয়ের অনুষ্ঠান

Last Updated:

খুশির আবহের মাঝেই হঠাৎ তাল কাটল! বিশ্বকাপ জয়ী স্মৃতি মন্ধানার বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত হয়ে গেল বিয়ের গোটা অনুষ্ঠান।

ভেস্তে গেল বিয়ের আসর
ভেস্তে গেল বিয়ের আসর
মুম্বই: খুশির আবহের মাঝেই হঠাৎ তাল কাটল! বিশ্বকাপ জয়ী স্মৃতি মন্ধানার বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত হয়ে গেল বিয়ের গোটা অনুষ্ঠান।
ভারতীয় ক্রিকেট মহিলা দলের সহ অধিনায়ক স্মৃতির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল গায়িকা পলক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে। কিন্তু, এই ঘটনার পরেই আপাতত এই বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে গেল।
প্রসঙ্গত, ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা বিয়ে হতে আর কয়েক ঘণ্টাই বাকি ছিল। ২৩ নভেম্বর সুরকার এবং চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছলকে বিয়ে হওয়ার কথা ছিল৷ স্মৃতি তাঁর এনগেজমেন্টের আংটি দেখিয়েই এই সুখবর জানিয়েছিলেন৷
advertisement
advertisement
২০১৯ থেকে পলাশ মুচ্ছলের সঙ্গে প্রেম করছেন স্মৃতি মান্ধানা। পলাশ বলিউডের একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং চলচ্চিত্র নির্মাতা। হিন্দি সিনেমার জগতে তিনি নিজের আলাদা জায়গা তৈরি করেছেন৷
স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের মধ্যে বয়সের পার্থক্য খুবই কম।পলাশ মুচ্ছলের জন্ম ২২ মে, ১৯৯৫স্মৃতি মান্ধানার জন্ম ১৮ জুলাই, ১৯৯৬অতএব, পলাশ মুচ্ছল তার ভবিষ্যৎ স্ত্রী স্মৃতি মান্ধানার চেয়ে প্রায় ১ বছর ৩ মাসের বড়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আনন্দের মাঝেই ছন্দপতন! হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা! স্থগিত মেয়ের বিয়ের অনুষ্ঠান
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement