কানপুরে পিচ কেমন ? টস জেতাটাই বা কতটা গুরুত্বপূর্ণ ?
Last Updated:
ভারত সফর যে যথেষ্ট চ্যালেঞ্জিং তাঁদের কাছে তা এদেশে পা দিয়েই জানিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷
#নয়াদিল্লি : ভারত সফর যে যথেষ্ট চ্যালেঞ্জিং তাঁদের কাছে তা এদেশে পা দিয়েই জানিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ এখনও পর্যন্ত যা খবর , তাতে কানপুরে প্রথম টেস্টে ঘূর্ণি পিচের মধ্যেই পড়তে চলেছেন কিউইরা ৷ আর সেটাও দিল্লিতে গ্রিন টপ উইকেটে প্র্যাকটিস ম্যাচ খেলার পর !
কিউইদের ধ্বংস করার জন্য আপাতত সমস্ত ব্যবস্থাই করে রেখেছে ভারতীয় বোর্ড ৷ আজ শুক্রবার থেকেই ফিরোজ শাহ কোটলায় শুরু হচ্ছে মুম্বইয়ের বিরুদ্ধে নিউজিল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচ ৷ নিউজিল্যান্ড তারকা রস টেলরও অবশ্য এমন উইকেট দেখে খুব একটা অবাক হননি ৷ বরং তিনি নিশ্চিতই ছিলেন প্রস্তুতি ম্যাচে গ্রিন টপ উইকেটই পাওয়ার ৷ শুধু কানপুরই নয়, বোর্ড সূত্রে খবর বাকি তিনটি টেস্ট কেন্দ্রেও ঘূর্ণি পিচ তৈরি হচ্ছে ৷ টেলর বলেন, ‘‘এটা টেস্ট ক্রিকেটের অঙ্গ। আমাদের দেশেও প্রস্তুতি ম্যাচের উইকেটে একটু বেশি ঘাস ছেড়ে রাখা হয়। এটাই তো হোম অ্যাডভান্টেজ।’’ অন্য দিকে কানপুরের গ্রিন পার্কের কিউরেটর শিব কুমার জানিয়েছেন, ‘‘বর্ষার জন্য তেমন রোদ পায়নি পিচ। তাই পিচ ভালভাবে শুকোতে পারেনি। গতি কম থাকবে উইকেটে। পেসাররা তেমন সাহায্য পাবে না।’’ তাঁর ধারণা, টস প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ‘‘টস জিতে আগে ব্যাট করে নেওয়াই ভাল। দ্বিতীয় ইনিংসে এখানে ব্যাট করা কঠিন হবে।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2016 10:05 AM IST