IND vs SL, 2nd T20 : শ্রেয়স আইয়ার এবং স্যার জাদেজার ব্যাটে লঙ্কা বধ করে ধরমশালায় অনন্য নজির ভারতের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shyreyas Iyer and Ravindra Jadeja stars as India beat Sri Lanka to win series. টানা ১১ টা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জিতে অনন্য নজির তৈরি করল টিম ইন্ডিয়া।
ভারত - ১৮৬/৩
শ্রীলঙ্কা - ১৮৩/৫
ভারত জয়ী ৭ উইকেটে
#ধরমশালা: টানা ১১ টা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জিতে অনন্য নজির তৈরি করল টিম ইন্ডিয়া। শ্রীলংকার ১৮৩ রান তোলার পর ভারতের কাজটা যে সহজ নয় সেটা বোঝা গিয়েছিল। তবে প্রথম ম্যাচে যে দাপটের সঙ্গে ভারত হারিয়েছিল লঙ্কানদের, তাতে মনে হয়েছিল দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নেবে ভারত। রোহিত শর্মা (১) ফিরে গেলেন প্রথম ওভারে। চামিরার বলে প্লড অন হয়ে। আগের দিন ঈশান কিষান দুরন্ত ৮৯ করলেও এদিন ফিরে গেলেন ১৬ করে। দুটি বাউন্ডারি মারেন ঈশান। লাহিরু কুমারের বল হেলমেটে আঘাত করল ঈশানের।
advertisement
advertisement
আরও পড়ুন - SC East Bengal: নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর জন্য এবার বিশেষ পরিকল্পনা ছকা চলছে ইস্টবেঙ্গলে
এরপর থেকেই আত্মবিশ্বাস কিছুটা নড়ে গেল ঈশানের। শনাকার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। সঞ্জু স্যামসন প্রচন্ড শ্লথ ব্যাটিং করছিলেন। বাঁহাতি স্পিনার জয় বিক্রমকে নবম ওভারে দুটি ওভার বাউন্ডারি মেরে ১৪ রান নিলেন শ্রেয়স আইয়ার। ১০ ওভারে ভারতের রান ছিল ৮০/২। ৩০ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার। করুনারত্নের বলে ছক্কা মেরে। ১১.৩ ওভারে ১০০ তুলল ভারত। এরপর হাত খুললেন সঞ্জু স্যামসন।
advertisement
That's that from the 2nd T20I. 74* from @ShreyasIyer15, 39 from @IamSanjuSamson and a brilliant 18-ball 45* from @imjadeja as #TeamIndia seal the T20I series. Scorecard - https://t.co/ImBxdhXjSc #INDvSL @Paytm pic.twitter.com/ELvnJ3RrgN
— BCCI (@BCCI) February 26, 2022
advertisement
দ্রুতগতির বোলার লাহিরু কুমারকে যথেচ্ছ পেটালেন। লাহিরুর বলেই ফিরে গেলেন স্লিপে ক্যাচ দিয়ে। বিনুরা ফার্নান্দো দুরন্ত ক্যাচ ধরলেন। ২৫ বলে ৩৯ করলেন সঞ্জু। এরপর এলেন রবীন্দ্র জাদেজা। ১৫ নম্বর ওভারে বীনুরাকে পরপর দুটো বাউন্ডারি মারলেন স্যার জাদেজা। তবে ভারতের দুর্দান্ত ব্যাটিংকে ছোট না করেও বলতে হয় শ্রীলংকার ফিল্ডিং অত্যন্ত সাধারণ মানের। একাধিক মিস ফিল্ড এবং ক্যাচ মিস করল তারা।
advertisement
আলাদা করে বলতে হবে রবীন্দ্র জাদেজার কথা। প্রায় আড়াই মাস পরে কামব্যাক করে অসাধারণ পারফর্ম করলেন ব্যাট হাতে। বল হাতে একটি উইকেট পেলেও, বুঝিয়ে দিলেন কেন তিনি অন্যতম সেরা ফিনিশার। কেন তাকে এত টাকা দিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। পুল শট, কভার ড্রাইভ, কাট শট, বিভিন্ন শট সহজে খেলতে দেখা গেল রবীন্দ্র জাদেজাকে।
advertisement
গত দুই বছরে ব্যাটসম্যান হিসেবে জাদেজা অনেক উন্নতি করেছেন তাতে সন্দেহ নেই। ১৮ বলে ৪৫ রানে অপরাজিত রইলেন জাদেজা। মারলেন ৭ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। তবে এদিন শ্রীলংকার ১৮৩ রান তাড়া করে ভারতের সহজ জয় স্বস্তি দেবে। শ্রেয়স আইয়ার তার ব্যক্তিগত টি টোয়েন্টি একদিনের ম্যাচে এদিন সর্বোচ্চ রান করলেন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 10:41 PM IST