এটাই কি শেষ সুযোগ? চাপ বাড়ছে টিম ইন্ডিয়ার মহাতারকার! টি-২০ সিরিজেই হবে ফয়সালা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 1st T20: ভারতের তরুণ ব্যাটার শুভমন গিলের কাঁধে এখন একাধিক দায়িত্ব। বিসিসিআই তার ওপর আস্থা রেখে তাকে ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক করেছে।
ভারতের তরুণ ব্যাটার শুভমন গিলের কাঁধে এখন একাধিক দায়িত্ব। বিসিসিআই তার ওপর আস্থা রেখে তাকে ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক করেছে। বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে ভবিষ্যতে তাকে টি-২০ দলের অধিনায়ক করা। তবে সমস্যা হলো, গিলের টি-২০ পরিসংখ্যান এখনও তেমন আশাব্যঞ্জক নয়। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ তার কেরিয়ারে ‘গেম-চেঞ্জিং’ প্রমাণ হতে পারে।
তবে দলের ভিতরেই তার ওপর চাপ তৈরি হচ্ছে। গিল তার দুই প্রতিদ্বন্দ্বী ওপেনার — যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন — দুজনকেই দল থেকে দূরে রেখেছেন, যদিও তাদের পারফরম্যান্স গিলের তুলনায় ভালো। জয়সওয়ালের আইপিএল ও আন্তর্জাতিক টি-২০ রেকর্ডে ধারাবাহিকতা রয়েছে, অন্যদিকে স্যামসন গত বছর অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং জুটি হিসেবে সফল ছিলেন।
advertisement
প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে গিলের জন্য চাপ আরও বেড়ে যাবে। তার মতে, গিল অধিনায়ক হিসেবে সুযোগ পেলেও সাম্প্রতিক ম্যাচে রান না পাওয়ায় প্রশ্ন উঠছে তার ফর্ম ও নেতৃত্ব যোগ্যতা নিয়ে। “প্রতি ব্যর্থতার সঙ্গে মানুষ আরও জোরে জিজ্ঞাসা করবে— কেন গিল দলে এবং কেন তাকেই ভবিষ্যতের টি-২০ নেতা ভাবা হচ্ছে,” বলেন আকাশ।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, গিল এখন চাপে রয়েছে। সঞ্জু স্যামসন ও জয়সওয়ালের মতো প্রতিদ্বন্দ্বীরা বাইরে বসে থাকায়, তাদের প্রত্যাবর্তন মানে গিলের জন্য নতুন চ্যালেঞ্জ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ শুধু তার পারফরম্যান্স নয়, ভবিষ্যতের নেতৃত্বের ভাগ্যও নির্ধারণ করে দিতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 7:24 PM IST

