৫০০ কোটির জাঁকজমক আর মুগ্ধ করে না ! একের পর এক ছবি ছাড়া নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
হার্পার'স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, "এই পর্যায়ে এটি আর সেই বিষয় নয়। এটি ১০০ কোটি টাকার ছবি, এমনকি ৫০০-৬০০ কোটি টাকার ছবির বিষয়ও নয়।"
প্রশ্ন উঠেছে তাঁর একের পর এক বিগ বাজেটের ছবি ছেড়ে দেওয়া নিয়ে। দেশ জুড়ে অনেক পরিচালক, প্রযোজকেরা নায়িকার দাবি এবং সিদ্ধান্তে মনঃক্ষুণ্ণ। কিন্তু বলিউডে ন্যায্য কর্মঘণ্টা এবং সমান পারিশ্রমিক নিয়ে নিজের দাবিতে অটল দীপিকা পাড়ুকোন। নায়িকা বলছেন যে তিনি এখন তাঁর কেরিয়ারের এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে বক্স-অফিসের মাইলফলক আর তাঁর ছবি বেছে নেওয়ার পছন্দের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে কাজ করে না।
advertisement
advertisement
advertisement
advertisement
কেএ প্রোডাকশনের মাধ্যমে ছপাক এবং ৮৩-এর প্রযোজনা করা এই নায়িকা আরও বলেন যে তিনি এখন আর্থিক স্কেলের বদলে সততা এবং সহজাত প্রবৃত্তির ভিত্তিতে ছবি নির্বাচন করেন। "যা আমার কাছে সত্যি বলে মনে হয় না, তা কোনও কাজে লাগে না। কখনও কখনও লোকেরা প্রচুর অর্থের প্রস্তাব দেয় এবং মনে করে যে এটাই যথেষ্ট, কিন্তু তা নয়।’’
advertisement
‘‘আর এর বিপরীতটাও সত্যি- কিছু জিনিস বাণিজ্যিকভাবে বড় নাও হতে পারে, কিন্তু আমি মানুষ বা বার্তায় বিশ্বাস করি এবং আমি এর পাশে থাকব,’’ তিনি বলেন। দীপিকা এই প্রসঙ্গে বলিউডে তাঁর যাত্রাপথের মূল্যায়ণও করেছেন। ‘‘আমি কি সবসময়ই এত স্পষ্ট ছিলাম? হয়তো না। কিন্তু এখন আমি সেই স্পষ্টতা অর্জন করেছি। আমি মাঝে মাঝে পিছনে ফিরে ভাবি আমি কী করছিলাম! অবশ্যই, এটা শেখার অংশ। হয়তো ১০ বছর পরে আমি আজকের কিছু পছন্দ নিয়ে প্রশ্ন তুলব। কিন্তু এখন তারা আমার কাছে সৎ বোধ হচ্ছে’’, দীপিকার সাফ জবাব!
