Shubman Gill Injury: ঘাড়ে অসহ্য ব্যাথা, স্টিফ নেকের সমস্যায় ড্রেসিংরুমে বসে আছেন গিল, ব্যাট করতে নামতে পারা নিয়ে বড় আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Shubman Gill Injury: শনিবার সকালেই ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন অধিনায়ক শুভমান গিল।
কলকাতা: ইডেন টেস্টে ব্যাট করার সময় ঘাড়ে চোটের অস্বস্তিতে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক গিল। হারমারের বলে সুইপ মারতে গিয়ে ঘাড়ে চোট পেয়েছেন। ব্যথা এতটাই অনুভব হয় যে মাঠ ছাড়তে বাধ্য হন গিল। ড্রেসিংরুম সূত্রে খবর, Acute neck sprain হয়েছে গিলের। ভারতীয় অধিনায়কের চিকিৎসা চলছে, নেক কলার পড়ে ড্রেসিংরুমে বসে রয়েছেন। টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, এই ইনিংসে ব্যাট করা কার্যত অনিশ্চিত।
শনিবার সকালেই ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন অধিনায়ক শুভমান গিল। ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা ছিল, স্টিফ নেকের সমস্যার সঙ্গে সঙ্গে গিল মাঠ ছেড়ে চলে যান। দ্বিতীয় দিনের সকালের সেশনে এই ঘটনাটি ঘটে, ইনিংসের ৩৫তম ওভারে ওয়াশিংটন সুন্দরের উইকেটের পর গিল ব্যাট করতে নামার কয়েক মিনিটের মধ্যেই ব্যাথায় কাতর হয়ে পড়েন তিনি৷ ২৫ বছর বয়সী এই খেলোয়াড় স্পষ্ট ব্যথায় কাতর ছিলেন এবং ফিজিওরা যখন মাঠে কোনওভাবে তাঁকে স্বস্তি দেওয়া যায় কিনা -এই বিষয়ের প্রাথমিক শুশ্রুষা করছিলেন তখন তিনি তার ঘাড় ধরে ছিলেন।
advertisement
🚨 Update 🚨
Shubman Gill has a neck spasm and is being monitored by the BCCI medical team. A decision on his participation today will be taken as per his progress.
Updates ▶️ https://t.co/okTBo3qxVH #TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/ivd9LVsvZj
— BCCI (@BCCI) November 15, 2025
advertisement
advertisement
গিল যখন ব্যাট করতে নামেন তখন তাকে ইডেন গার্ডেন্সে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে, নড়াচড়া করতে এবং ব্যাট চালাতে অসুবিধা হচ্ছিল ফলে ইনিংসে মাত্র ৩ বলেই রিটায়ার হার্ট হন এই ব্যাটসম্যান।
গিল ব্যাট করতে ফিরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি, প্রাক্তন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের বর্তমান টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের প্রশংসা করেছেন, ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে “একজন নিখুঁত অধিনায়ক” বলে অভিহিত করেছেন দাদা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2025 12:52 PM IST

