ভাল ফলন পেতে হবে আম-লিচুতে! অসম থেকে মালদহে হাজির ২৫ চাষি, নিলেন বড় প্রশিক্ষণ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
সুদূর আসামের গোয়ালপাড়া থেকে প্রায় ২৫ জন চাষি মালদহে আসেন আম ও লিচু চাষের প্রশিক্ষণ নিতে। তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় চাষিদের।
advertisement
advertisement
advertisement
প্রশিক্ষণ নিতে আসা এক চাষি মিংকু দাস জানান, বিগত দু'বছর আগেই তাঁরা আম এবং লিচু গাছের চারা লাগিয়েছিলেন। তবে তাতে কোনওরকম ফলাফল হয়নি। চাষের পদ্ধতি না জানায় গাছের পরিচর্যার ক্ষেত্রেও সমস্যা হত তাঁদের। তাই আসাম রাজ্যের কৃষি সংস্থার ব্যবস্থাপনায় তাঁদের এই প্রশিক্ষণের সুযোগ হয়েছে। প্রশিক্ষণে অনেকটাই শেখা হয়েছে, আগামীতে এই পদ্ধতিতে চাষ করলে ফলাফল আসবে বলে আশাবাদী তাঁরা।
advertisement
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূশয়ান্ত কুমার রাঘব জানান, "প্রায় তিন দিন ধরে আসামের মোট ২৫ জন চাষিদের আম ও লিচু সহ অন্যান্য বিভিন্ন রকম ফল চাষের পদ্ধতি শেখানো হয়েছে। কীভাবে কত পরিমাণে স্প্রে এবং কেমন সার প্রয়োজন সহ গাছের একাধিক রকম পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় চাষিদের। এই কয়েকদিনে অনেকটাই শিখতে পেরেছেন চাষিরা। আশা করছি আগামীতে ভাল ফলাফল পাবেন চাষিরা।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
