Actor Vineeth: প্রেম দেশম ছবির বিনীতের কথা মনে আছে? এখন এমন চেহারা হয়েছে যে আর চেনাই যায় না
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
এর আগে তেলুগুতে ছবি করেছিলেন বিনীত, কিন্তু তামিল ডাবিং প্রেম দেশম ছবিই তাঁকে এক লহমায় জনপ্রিয়তা এনে দেয়।
আচমকা তাঁর নাম শুনলে হয়তো বিনীতকে অনেকেই মনে করতে পারবেন না, কিন্তু ‘প্রেম দেশম’ ছবির বিনীত বললেই সঙ্গে সঙ্গেই মনে পড়ে যেতে পারে। আসলে সেই সময়ে বিনীতই ছবির মাধ্যমে দর্শকের মনে যে অনুভূতি তৈরি করেছিলেন, তা এক কথায় দুর্দান্ত ছিল। ‘প্রেম দেশম’ ছবি দিয়ে তিনি পুরো দক্ষিণে রাতারাতি তারকা নায়ক হয়ে ওঠেন তিনি। এর আগে তেলুগুতে ছবি করেছিলেন বিনীত, কিন্তু তামিল ডাবিং প্রেম দেশম ছবিই তাঁকে এক লহমায় জনপ্রিয়তা এনে দেয়।
advertisement
advertisement
১৯৯৩ সালে ক্রান্তি মাধব পরিচালিত ‘সারিগামালু’ ছবির মাধ্যমে টলিউডে বিনীতের অভিষেক হয়। এরপর তিনি ‘এভান্ডি পেল্লি কাচি’ এবং ‘অরোপ্রণাম’-এর মতো ছবি করেন। তবে রবিরাজ পিনিশেঠি পরিচালিত ‘রুক্মিণী’ ছবিটি তাঁকে ভাল পরিচিতি এনে দেয়। এরপর তিনি ‘প্রেম পল্লকী’, ‘প্রিয়রালু’, ‘পদুতা তিগ’ এবং ‘ওয়াইফ অফ বরপ্রসাদ'-এর মতো পর পর তেলুগু ছবিতে অভিনয় করে যান। তবে এত ছবি করার পরও তিনি তারকা হিসেবে নিজেকে আলাদা করে তুলে ধরতে পারেননি।
advertisement
কারণ প্রেম দেশম-এর জন্ম দেওয়া উন্মাদনা কোনও ছবিই অর্জন করতে পারেনি। এক পর্যায়ে পর পর ব্যর্থতার কারণে নায়ক হিসেবে তাঁর কাজও কমে যায়। নানা ছবিতে বাধ্য হয়ে বিনীত পার্শ্ব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে শুরু করেন। রাজশেখর অভিনীত মা অন্ন্যা ছবিতে তিনি নায়কের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করেন। তিনি আম্মাই কোসাম ছবিতে রবি তেজার বন্ধু এবং ‘লাহিড়ি লাহিড়ি লাহিড়িলো’ ছবিতে শ্রীনিবাস নাইডুর মতো অনেক চরিত্রে অভিনয় করেছেন।(Photo: Instagram)
advertisement
advertisement
শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই নয়, বিনীত একজন ডাবিং শিল্পী হিসেবে বিখ্যাত। তিনি মলয়ালমে ডাবিং শিল্পী হিসেবেও পুরষ্কার পেয়েছেন। এ হেন বিনীত এখন কেমন আছেন? অনেক নেটিজেনই এই খোঁজে ব্যস্ত যে তিনি এখন কী করছেন! এদিকে বিনীত এখন অনেক বদলে গিয়েছেন। যে বিনীত একসময় মেয়েদের ক্রাশ ছিলেন, এখন তিনি অনেকটাই বদলে গিয়েছেন চেহারার দিক থেকে। বিনীত বর্তমানে কেরলে থাকেন। (Photo: Instagram)
