Shubman Gill In ICU: রাতে তীব্র ব্যাথার অনুভূতি, আইসিইউতে ভারত অধিনায়ক শুভমান গিল

Last Updated:

Shubman Gill In ICU: ভারত অধিনায়কের সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর বাবা৷ হাসপাতালে আনার পর শুভমান গিলের MRI করা হয়৷

ICU তে শুভমান গিল
ICU তে শুভমান গিল
কলকাতা: শুভমান গিলের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তায় ওয়াকিবহাল মহল৷ রাতের আপডেট অনুসারে ব্যাথার অনভূতি বেশি হওয়ায় বেসরকারি হাসপাতালে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে৷ ভারত অধিনায়কের সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর বাবাও৷ তাঁকে ICU সিঙ্গেল কেবিন রুমে রয়েছে। ব্যথা থাকলেও চিকিৎসকরা জানাচ্ছেন আশঙ্কার কিছু নেই৷
আগেই জানা গেছে শুভমান গিল রবিবারের ইডেনে খেলতে পারবেন না৷ তবে প্রথমেই ব্যাথা ছিল এবং খেলতে গিয়ে মাঠে সেই স্প্যাজমের জায়গাতে চোট পাওয়ায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা গুয়াহাটি টেস্টেও তাঁকে ঘিরে অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে৷ হাসপাতাল সূত্রে খবর  ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দু’জন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, একজন নিউরোসার্জারি বিশেষজ্ঞ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন ক্রিটিক্যাল কেয়ার এবং একজন জেনারেল মেডিসিন বিশেষজ্ঞকে রাখা হয়েছে টিমে৷ হাসপাতালে আনার পর শুভমান গিলের MRI করা হয়৷
advertisement
এদিকে এর আগে “বিতর্ক” নিয়ে ইডেন থেকে হাসপাতালে গেলেন ভারত অধিনায়ক শুভমন গিল। বিকেলে ম্যাচ শেষের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ তিনি বেসরকারিক হাসপাতালে ডাক্তার সপ্তর্ষি বসুর অধীনে ভর্তি হয়েছেন। শনিবার তিনি ভর্তি থাকবেন। ভারতীয় অধিনায়কের চিকিৎসার জন্য সঠিক সময়ে স্পেশালিস্ট চিকিৎসক পাওয়া যায়নি বলে সূত্রের খবর। তবে সেই ঘটনাটি ম্যাচের ব্যাট করার সময় যখন গিল চোট পান, সেই সময়কার নয়। সূত্রের খবর, দ্বিতীয় দিন সকালে মাঠে আসার পর থেকেই ঘাড়ের সমস্যায় ভুগছিলেন ভারত অধিনায়ক।
advertisement
advertisement
শনিবার সকালে মাঠে এসে চেয়েছিলেন একজন স্পেশালিস্ট চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে। কিন্তু সেই সময় স্পেশালিস্ট কোনও ডাক্তার উপস্থিত ছিল না। ‌ একজন আরএমও ছিলেন। ফলে স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ ম্যাচের আগে নেওয়া সম্ভব হয়নি গিলের। টিমের ফিজিওর থেকে শুশ্রুষা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন ভারত অধিনায়ক। যদিও ইডেনে দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের ব্যাট করার শুরুতেই ঘাড়েই চোট পান গিল।‌ আফ্রিকার স্পিনার হারমারে বলে সুইপ শট মারতে গিয়ে ঘাড়ে চোট আরও বেড়ে যায় ভারত অধিনায়কের। ভারতীয় দলের ফিজিও দীর্ঘক্ষন মাঠে চিকিৎসা করলেও সুস্থ করা যায়নি গিলকে। ঘাড়ের ব্যথায় মাথা ঘোরাতেই সমস্যা হচ্ছিল গিলের। ফলে মাত্র তিন বল খেলেই মাঠ ছাড়তে হয় গিলকে।
advertisement
ড্রেসিংরুমে গিলকে ঘাড়ের কলার পরিয়ে রাখা হয়। যেটাকে নেক কলার বলা হয়। ড্রেসিংরুমে কিছুক্ষণ তাকে হাঁটানোর চেষ্টা হয়। সূত্রের খবর, ভারতীয় দল প্রাথমিকভাবে ভেবেছিল ব্যথা কমলে হয়তো ভারতের ব্যাটিং বিপর্যয়ের সময় ফের মাঠে নামতে পারবেন গিল। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। খেলা শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারত অধিনায়ককে। অ্যাম্বুলেন্স করে ইডেন থেকে হাসপাতালে যান গিল। চোটের জায়গা এমআরআই করা হয়েছে বলে খবর। ইডেনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করা হচ্ছে।
advertisement
তবে বিতর্কের সূত্রপাত দিনের শুরুতে ঘাড়ের সমস্যার জন্য স্পেশালিস্ট চিকিৎসক না থাকার কারণে। ‌যদিও সিএবির তরফে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের গাইডলাইন অনুযায়ী সমস্ত স্পেশালিস্ট ডাক্তাররাই মাঠে ম্যাচ চলাকালীন থাকেন এবং ছিলেন। তবে যখন শনিবার মাঠে এসে সকালে গিল স্পেশালিস্ট চিকিৎসকের খোঁজ করেন তখনও সেই চিকিৎসক এসে মাঠে উপস্থিত হতে পারেননি। কারণ নির্দিষ্ট যে সময় মাঠে আসার কথা তার আগেই ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ম্যাচের আগে স্পেশালিস্ট ডাক্তার না পাওয়ার ঘটনায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট অসন্তুষ্ট হয়েছে। যদিও সিএবির দাবি, সকাল সাড়ে নটায় খেলা শুরু হওয়ার সময় মাঠে উপস্থিত হয়ে ছিলেন স্পেশালিস্ট ডাক্তার। তবে তখন আর তার সঙ্গে যোগাযোগ করা হয়নি।
advertisement
তবে এই বিতর্কে জল ঢেলে সিএবি কর্তাদের দাবি, ব্যাট করার সময় যখন চোট পেলেন ভারত অধিনায়ক, তারপরই চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা তৈরি ছিল। কিন্তু মাঠের পাশেই তৈরি হওয়া ডাক্তারদের রুমে গিলকে নিয়েও যাওয়া হয়নি। এমনকি ড্রেসিংরুমে ডেকেও পাঠানো হয়নি। পাশাপাশি চিকিৎসার জন্য দুপুরবেলায় গিলকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও ভারতীয় টিমের ডাক্তারের তরফ থেকে কোনরকম গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। সূত্রের খবর, গিলকে ড্রেসিংরুমে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করার চেষ্টা চালাচ্ছিল টিম ম্যানেজমেন্ট৷  কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill In ICU: রাতে তীব্র ব্যাথার অনুভূতি, আইসিইউতে ভারত অধিনায়ক শুভমান গিল
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement