Shubhman Gill: গিল নিয়ে চর্চা শুরু পাকিস্তানে! বিশ্বকাপের আগে চাপে শাহিন, রউফরা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লাহোর: শুভমন গিল এই মুহূর্তে যে ছন্দে ক্রিকেট খেলছেন তাতে শুধু ভারত নয়, তাকে নিয়ে চর্চা সারা ক্রিকেট বিশ্বে। ভারতীয় ২৩ বছরের ব্যাটসম্যানকে নিয়ে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে পাকিস্তান আলোচনা সব জায়গায়। শুভমন গিলকে দেখে প্রশংসা চেপে রাখতে পারেননি প্রাক্তন পাকিস্তান ওপেনার সলমন বাট। বাট মনে করেন গিল মহতারোকা হওয়ার পথে।
তার ব্যাটিংয়ের মধ্যে সব কিছু রয়েছে যা একজন মহান ব্যাটসম্যানের পরিচয় হতে পারে। পাকিস্তানের প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা এবং চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন শুভমন গিল আগামী দিনে উপমহাদেশের সেরা ব্যাটসম্যান হতে চলেছে। বিরাট কোহলি, বাবর এবং তারপর গিল। একজন সুপারস্টারকে তৈরি হতে দেখছি আমরা। মিনি রোহিত শর্মা মনে হয় ওকে দেখে।
advertisement
আরও পড়ুন – রিঙ্কু আলিগড় পৌঁছতেই পা ছুঁয়ে প্রণাম জুনিয়র ক্রিকেটারদের! বুকে টেনে নিলেন সবাইকে
ছেলেটার টাইমিং এবং শক্তি দুটোই আছে। দেখে মনে হয় যেন ক্রিকেট নয়, টেনিস খেলছে। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার আকিব জাভেদ স্পষ্ট জানিয়েছেন এবারের বিশ্বকাপে শুভমন গিল অনেক দলের ঘুম কেড়ে নেবে। আকিব মনে করেন গিল আইপিএলে যেরকম দাপট দেখিয়েছেন অক্টোবর নভেম্বরে বিশ্বকাপে সেটা ধরে রাখতে পারলে তাকে আটকানো মুশকিল হবে।
advertisement
advertisement
New fear for Pakistan
Hme ye dar achaa lga😂@ShubmanGill pic.twitter.com/UqQJtNhf8P— AVINASH KUMAR (@avinashtykoon07) May 23, 2023
পাকিস্তানের ফাস্ট বোলারদের কাছে গিলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া রীতিমতো কঠিন কাজ মনে করেন আকিব। হারিস রউফ, শাহিন আফ্রিদি, ওয়াসিম জুনিয়রদের মত পেসার পাকিস্তানের কাছে থাকলেও গিল নিজের দিনে যে কোনও বোলিং ইউনিটকে শাসন করতে পারেন মনে করেন প্রাক্তন পাক তারকা।
advertisement
তাই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে শুধু বিরাট বা রোহিত শর্মা নয়, শুভমন গিলকেও সামলাতে হবে বুঝতে পারছে পাকিস্তান। এর থেকেই বোঝা যাচ্ছে গিল নামের মহিমা চাপে রেখেছে ভারতের প্রতিদ্বন্দ্বী দলকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 4:32 PM IST