Rinku Singh: রিঙ্কু আলিগড় পৌঁছতেই পা ছুঁয়ে প্রণাম জুনিয়র ক্রিকেটারদের! বুকে টেনে নিলেন সবাইকে

Last Updated:
রিঙ্কুকে ছুঁয়ে দেখতে ভিড়
রিঙ্কুকে ছুঁয়ে দেখতে ভিড়
আলিগড়: আইপিএল অতীত। উত্তরপ্রদেশে নিজের বাড়ি আলিগড় পৌঁছে গিয়েছেন রিঙ্কু সিং। তিনি পৌঁছতেই এলাকার মানুষ নিজেদের ছেলেকে বরণ করে নেয়। রিঙ্কু সকালে নিজের ছোটবেলার ক্রিকেট একাডেমিতে যেতেই তাকে ঘিরে ধরেন জুনিয়র ক্রিকেটাররা। প্রত্যেকে একবার করে তার পায়ে নমস্কার করেন এবং জড়িয়ে ধরতে চান। রিঙ্কু কিছুটা লজ্জায় পড়ে যান, অপ্রস্তুত হয়ে পড়েন।
এরকমটা যে ঘটবে তিনি হয়তো আন্দাজ করতে পারেননি। কিন্তু এবারের আইপিএল বদলে দিয়েছে রিঙ্কুর চার পাশটা। সাধারণ পাঁচজন ক্রিকেটার থেকে হঠাৎ করেই পেয়ে গিয়েছেন তারকা তকমা। গরিব ঘরের ছেলে অবশ্য তাতে ভেসে যেতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে রিঙ্কু জুনিয়র ক্রিকেটারদের বারণ করছেন তার পায়ে হাত দিয়ে নমস্কার করতে।
advertisement
আরও পড়ুন – মোহনবাগানের হাত ধরে ভারতে আসছে বার্সেলোনা? ঘোষণা হতে পারে দ্রুত
এটা দেখে প্রচুর মানুষ রিঙ্কুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সাফল্য পেলেও এই ছেলের মাথা ঘুরে যায়নি এটা তার প্রমান। রিঙ্কু কেকেআর জার্সিতে এবারের আইপিএলে কলকাতার সর্বোচ্চ স্কোরার। ৪৭৪ রান করেছেন। চারটে হাফ সেঞ্চুরি আছে। একজন ফিনিশার হয়ে উঠেছেন। ভারত বনাম আফগানিস্তান আসন্ন ক্রিকেট সিরিজে তাকে দলে নেওয়া হবে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
advertisement
advertisement
advertisement
রিঙ্কু জানেন আজ যারা তাঁর প্রশংসা করছেন, দুদিন পর পারফর্ম করতে না পারলে তারাই গালাগাল করবেন। এটাই একজন খেলোয়াড়ের জীবনের বড় চ্যালেঞ্জ। অতীত পারফরমেন্স খুব একটা গুরুত্ব রাখে না। মাঠে নামলে প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়। বাস্তবটা শিখে গিয়েছেন রিঙ্কু। অনেক লড়াই করে বড় হয়েছেন বলে জানেন কিভাবে নিজেকে ধরে রাখতে হবে।
advertisement
তাই এই সুখের দিনে ভেসে যেতে নারাজ। নিজের একাডেমিতে ঘন্টা দেড়েক অনুশীলন করার পর জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং ছবি তোলেন। তাদের মোটিভেট করেন পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য। বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী – বড় বড় তারকরা এবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রিঙ্কুকে।
advertisement
তিনি সব শুনেছেন, আনন্দ পেয়েছেন এবং গর্বিত বোধ করেছেন। কিন্তু সামনে অনেক বেশি দায়িত্ব এবং কঠিন লড়াই বিলক্ষণ জানেন রিঙ্কু। তাই ভারতীয় দলে ডাক পাওয়ার আগে সময় নষ্ট না করে নিজেকে অনুশীলনে ডুবিয়ে রাখতে চান উত্তর প্রদেশের ক্রিকেটার।
বাংলা খবর/ খবর/দেশ/
Rinku Singh: রিঙ্কু আলিগড় পৌঁছতেই পা ছুঁয়ে প্রণাম জুনিয়র ক্রিকেটারদের! বুকে টেনে নিলেন সবাইকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement