Shreyas Iyer, ICC player of the month: আইসিসির সেরা, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেরা! শ্রেয়স আইয়ার এখন পুরো ফায়ার

Last Updated:

Shreyas Iyer nominated as ICC player of the month for February and also player of the match against Sri Lanka। আইসিসির সেরা, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেরা! শ্রেয়স আইয়ার

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার
#বেঙ্গালুরু: সোমবার তরুণ ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে আইসিসির তরফ থেকে ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার দেওয়া হল। মহিলাদের মধ্যে এই পুরস্কার জিতলেন নিউজিল্যান্ডের অল রাউন্ডার অ্যামেলিয়া কের। ঘরের মাঠে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রদর্শনের জন্যই শ্রেয়স আইয়ার এই পুরস্কার জিতলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের দুই ফরম্যাটেই তিনি ভাল রান করেন।
আহমেদাবাদে তৃতীয় ওয়ান ডে ম্যাচে তিনি ম্যাচজয়ী ৮০ রানের ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার ভেঙে পড়ে, বিরাট কোহলি শূন্য রানে আউট হয়ে যান। তারপরেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হাল ধরেন শ্রেয়স আইয়ার। দীর্ঘদিন কোরোনা আক্রান্ত থাকার পর তিনি আবার মাঠে ফেরেন এবং তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। মিডল অর্ডারে ৫ নম্বরে নেমে আইয়ার ৮০ রানের ইনিংস খেললেন।
advertisement
advertisement
সেই সিরিজেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও গুরুত্বপূর্ণ ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন। শ্রীলংকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তিনি আরো দুর্দান্ত খেললেন। তিনটি ইনিংসে একবারও আউট না হয়ে, মোট ২০৪ রান তুলেছেন তিনি। শুধু তাই নয় তার স্ট্রাইক রেট ছিল ১৭৪.৩৬। তিনটি ম্যাচেই অর্ধ শতরান করেছেন তিনি। প্রথম ম্যাচে ২৮ বলে ৫৭, দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে ৭৪ এবং তৃতীয় ম্যাচে ৪৫ বলে ৭৩ রান করেন।
advertisement
শুধু সাদা বলের ফরম্যাটেই নয় শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৯৮ বলে ৯২ করেন এবং দ্বিতীয় ইনিংসে ৬৭ রান আসে তার ব্যাট থেকে।তার এরকম দুর্ধর্ষ প্রদর্শনের জন্যই আইসিসির থেকে ফেব্রুয়ারির সেরা পুরুষ ক্রিকেটারের খেতাব জিতে নেন তিনি।
অধিনায়ক রোহিত শর্মা বলেন শ্রেয়স আইয়ার সুযোগ কাজে লাগিয়েছে দারুণভাবে। অজিঙ্কা রাহানের জায়গায় খেলছে। বড় চ্যালেঞ্জ। কিন্তু ওর ক্ষমতা আছে সেটা প্রমাণ করছে। বিদেশের মাঠেও ধারাবাহিকতা দেখাতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shreyas Iyer, ICC player of the month: আইসিসির সেরা, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেরা! শ্রেয়স আইয়ার এখন পুরো ফায়ার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement