Shreyas Iyer: শ্রেয়স আইয়ার পঞ্জাবের জন্য করলেন এমন কাজ! যা বিশ্বের কোনও দলের নেই!

Last Updated:

Shreyas Iyer: আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার ২-এ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌছেছে পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঐতিহাসিক রান চেজ করে পঞ্জাব কিংস।

News18
News18
আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার ২-এ মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌছেছে পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঐতিহাসিক রান চেজ করে পঞ্জাব কিংস। দলটি মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০৪ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে বিশ্বের প্রথম দল হিসেবে নজির গড়েছে পঞ্জাব।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নেমে শ্রেয়স আইয়ার মাত্র ৪১ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ৫টি চারের সঙ্গে ৮টি বিশাল ছক্কা। তার এই ইনিংস পাঞ্জাব কিংসকে ২০৭/৫ স্কোরে পৌঁছে দেয় মাত্র ১৯ ওভারে। এক ওভার বাকি থাকতেই ঐতিহাসিক জয় পায় পঞ্জাব।
এই জয়ের ফলে পাঞ্জাব কিংস আইপিএলে সর্বোচ্চ ২০০+ রান তাড়া করে জয়ী হওয়া দল হিসেবে নতুন রেকর্ড গড়েছে। মোট ৮ বার এই কীর্তি করেছে প্রীতি জিন্টার দল। একইসঙ্গে, শ্রেয়াস আইয়ার নিজেও গড়েছেন ইতিহাস। তিনি প্রথম অধিনায়ক যিনি তিনটি ভিন্ন দল – দিল্লি ক্যাপিটালস (২০২০), কলকাতা নাইট রাইডার্স (২০২৪) ও পাঞ্জাব কিংস (২০২৫)-কে আইপিএল ফাইনালে তুলেছেন। এছাড়া, তিনি একমাত্র অধিনায়ক যিনি পরপর দুই বছর দুটি ভিন্ন দলের হয়ে আইপিএল ফাইনালে পৌঁছেছেন।
advertisement
advertisement
আইপিএল ২০২৫-এর ফাইনালে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুন, মঙ্গলবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিরাট কোহলি না শ্রেয়স আইয়ার শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে মঙ্গলের মেগা ফাইনালে। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shreyas Iyer: শ্রেয়স আইয়ার পঞ্জাবের জন্য করলেন এমন কাজ! যা বিশ্বের কোনও দলের নেই!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement