শুভমনের কাছে জায়গা হারিয়ে অনুতপ্ত নন শিখর, নিজেই বললেন সঠিক সিদ্ধান্ত নির্বাচকদের

Last Updated:
শুভমনের কাছে জায়গা হারিয়ে হতাশ নন গব্বর
শুভমনের কাছে জায়গা হারিয়ে হতাশ নন গব্বর
দিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তার ডাকনাম গব্বর। তিনি যেমন সাহসী ব্যাটসম্যান, তেমনই যোগ্য ব্যক্তিদের প্রশংসা করতে পিছিয়ে আসেন না। বড় হৃদয়ের ক্রিকেটার শিখর ধাওয়ান। দীর্ঘদিন হল জাতীয় দলের বাইরে তিনি। আইপিএলে অবশ্য পঞ্জাব দলের অধিনায়ক। শিখর ধাওয়ান বলেন, আমার ক্রিকেট ক্যারিয়ারে একটি দলকে নেতৃত্ব দেওয়া একটি বড় বিষয়।
আমি ক্রিকেটে কোনও না কোনও পর্যায়ে তিন থেকে চারটি দলকে নেতৃত্ব দিয়েছি। যা একটি বড় বিষয়। প্রতিটি ক্রিকেটারের ক্যারিয়ারে এটি একটি স্বাভাবিক বিষয় এবং প্রতিটি খেলোয়াড়ই এমনটা করতে চায়। ক্যারিয়ারের সময়টা ভাল-মন্দ মিলিয়ে থাকে। শিখর ধাওয়ান আরও বলেন, শুভমন গিল ভাল পারফরম্যান্স করছেন, তাই ওডিআইতে তাঁকে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন - মহিলা বক্সিংয়ে ভারতের ইতিহাস, বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা এল দেশে
আমি নিজে যদি নির্বাচক হতাম, তাহলে অবশ্যই শুভমন গিলকে আমার জায়গায় সুযোগ দিতাম। আমি শিখরের চেয়ে শুভমনকে বেছে নিতাম কারণ সে ভাল পারফর্ম করছে। সে খুব ভাল খেলছে। শিখর ধাওয়ানকে ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুযোগ পেলে তিনি তাঁর জন্য প্রস্তুত এবং কঠোর পরিশ্রম করছেন।
advertisement
advertisement
গিল তার ছোট ভাইয়ের মতো জানিয়েছেন ধাওয়ান। তাই দেশের স্বার্থে যে বেশি ভালো খেলবে তার অগ্রাধিকার পাওয়া উচিত মনে করেন শিখর। তিনি মন থেকে চান শুভমন দীর্ঘদিন ফিট থাকুক এবং নিজের দুরন্ত ব্যাটিং চালিয়ে যাক। যদি তিনি আর জাতীয় দলে ফিরতে নাও পারেন তাহলেও তার অনুশোচনা থাকবে না। শিখর জানিয়েছেন তিনি যে পরিশ্রম করছেন তাতে অন্তত এইটুকু সান্ত্বনা থাকবে তিনি চেষ্টা করেছিলেন। এটাই গুরুত্বপূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শুভমনের কাছে জায়গা হারিয়ে অনুতপ্ত নন শিখর, নিজেই বললেন সঠিক সিদ্ধান্ত নির্বাচকদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement