মহিলা বক্সিংয়ে ভারতের ইতিহাস, বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা এল দেশে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: ভারতীয় বক্সিং ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজেদের নাম লেখালেন নিতু গঙ্ঘাস এবং সোয়েতি বুরা। শনিবার বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার লুৎসাইখানকে ৫-০ তে হারান নিতু। চিনের লিনা ওয়াংকে বিচারকদের পয়েন্টের বিচারে হারালেন সোয়েতি বুরা। নিতু এবং সোয়েতি হলেন ষষ্ঠ এবং সপ্তম মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয়।
ভারতের অন্যতম সেরা বক্সার নিতু গঙ্ঘাস তার স্বপ্ন পূরণ করতে সফল হলেন। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে অসাধারণ জয় অর্জন করলেন তিনি ফাইনাল ম্যাচে। ষষ্ঠ ভারতীয় হিসেবে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের মেডেল ঘরে আনছেন তিনি। দিল্লিতে শনিবার, ২২ বছর বয়সী নিতু হারালেন মঙ্গোলিয়ার লুৎসাইখান আলতানসেৎসেগকে, ফাইনালে গোটা ম্যাচেই দাপুটে পারফরম্যান্স করেছেন নিতু।
advertisement
৫-০ ফলে হোয়াইট ওয়াশ করেন তিনি বিপক্ষ বক্সারকে। নিতুর এই অসাধারণ পারফরম্যান্স দেখতে এদিন উপস্থিত ছিলেন বেজিং অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী বিজেন্দ্র সিং। নিতু ম্যাচ শুরু করেছিলেন আগ্রাসন দিয়েই, মুহুর্মুহু নিখুঁত জ্যাব, হুক বর্ষাচ্ছিলেন তার প্রতিপক্ষের ওপর।
advertisement
দ্বিতীয় রাউন্ড শুরু করেছিলেন নিতু কয়েকটা সোজা জ্যাব দিয়ে, সেগুলো সামলে প্রতিপক্ষ আক্রমন করলে দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করেন নিতু। তিনি একটি ডানহাতি হুক মারেন প্রতিপক্ষকে,তাতে বিপক্ষ অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। সেই রাউন্ডে খুব সুন্দর কামব্যাক করেছিলেন আলতানসেৎসেগ, কিন্তু নিতুই রাউন্ড যেতেন ৩-২ তে।
advertisement
আরও পড়ুন - পাকিস্তানের সুন্দরী অধিনায়কের স্বপ্নের নায়ক ধোনি! আইপিএল দেখবেন শুধু মাহির জন্যই
ম্যাচের শেষ তিন মিনিট নিতু তার রণনীতি পাল্টান, তার ক্লান্ত এবং মনোবল ভেঙে পড়া প্রতিপক্ষ আর পারেননি ম্যাচে ফিরতে। সোয়েতি বুরা প্রথম রাউন্ড থেকেই ওয়াংয়ের বিরুদ্ধে আগ্রাসনের রণনীতি নেয়, মুহুর্মুহু পাঞ্চ ছুড়ছিলেন বিপক্ষের দিকে। দ্রুততার সাথে বেশিরভাগই এড়িয়ে গেলেও রাউন্ড যেতেন সোয়েতি বুরা ৩-২ তে।
advertisement
#NituGhanghas With this victory, Nitu, a 2022 Strandja Memorial gold medallist, became the sixth Indian boxer to be crowned world champion.https://t.co/xfogJx44av
— Express Sports (@IExpressSports) March 25, 2023
দ্বিতীয় রাউন্ডও ঠিক একই রণনীতিতেই খেলেন সোয়েতি এবং সেক্ষেত্রেও একই ফল পেলেন। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষের ক্লান্তির সুযোগ নেন সোয়েতি। তিনি ঝুঁকি নেওয়া বন্ধ করে অসাধারণ রক্ষণ করতে থাকেন ও ওয়াংয়ের ঘুষিগুলি এড়াতে থাকেন। রাউন্ড শেষে বিচারকরা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সোয়েতির নাম নিলে, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে রিংয়ে ছুটে বেড়ান তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 10:01 PM IST