Shane Warne state funeral : অস্ট্রেলিয়ায় দেহ ফিরিয়ে জাতীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য, বার্তা প্রধানমন্ত্রীর
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shane Warne will be cremated with full state honours declares Australian prime minister. রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য বার্তা মরিসনের
#সিডনি: শেন ওয়ার্নের মৃত্যুর আসল কারণ কি? কেউ বলছেন হার্ট অ্যাটাক। কেউ বলছেন অতিরিক্ত মাদক সেবন। কেউ মনে করছেন কিং সাইজ লাইফের মূল্য চোকাতে হয়েছে। অনেকে আবার মনে করছেন ইদানিং ওজন কমানোর দিকে বিশেষ নজর দিয়েছিলেন অজি কিংবদন্তি। বিপত্তি ঘটতে পারে তা থেকেও। সকলে শেন ওয়ার্নের মৃত্যুকে স্বাভাবিক মনে না করলেও শেষ পর্যন্ত ওয়ার্নের মৃত্যুর তদন্ত নিয়ে থাইল্যান্ড পুলিশ মুখ খুলল।
থাইল্যান্ড পুলিশের তরফ থেকে জানান হয়েছে, তাদের প্রাথমিক তদন্তে শেন ওয়ার্নের মৃত্যুতে কোনও সন্দেহ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে যে তারা মৃত্যুর কারণ জানে না। তবে ওয়ার্নের মৃত্যুকে সন্দেহজনক মৃত্যু হিসাবে বিবেচনা করছে না। হৃদরোগে আক্রান্ত হয়ে ৪ মার্চ মারা যান শেন ওয়ার্ন। এই খেলোয়াড়কে শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হয়। তিনি লেগ স্পিনের জাদুকর।
advertisement
advertisement
স্পিনকে একটি নতুন পরিচয় দিয়েছিলেন ওয়ার্ন। তার স্পিনের দৌলতে অস্ট্রেলিয়া দল বহু সাফল্য পেয়েছিল। থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে যে শেন ওয়ার্ন এবং তার তিন বন্ধু কোহ সামুইয়ের একটি ব্যক্তিগত ভিলায় ছিলেন। ওয়ার্ন ডিনারে না এলে তার এক বন্ধু তার রুমে চলে যায়। সেখানে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্স পুলিশ কর্মকর্তা চেচেভিন নাকমুসিককে উদ্ধৃত করে বলেছেন, বন্ধু সিপিআর (কৃত্রিম শ্বাস এবং বুকে সংকোচন) দিয়েছে এবং একটি অ্যাম্বুলেন্স ডেকেছে।
advertisement
এই সময় একটি জরুরি প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে পৌঁছেছিল এবং আবার ১০-২০ মিনিটের জন্য সিপিআর দেওয়া হয়েছিল। ততক্ষণে তাদের নিয়ে যাওয়ার জন্য থাই ইন্টারন্যাশনাল হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স আসে। তিনি পাঁচ মিনিটের জন্য সিপিআর দিয়েছিলেন কিন্তু ততক্ষণে শেন ওয়ার্ন মারা যান। থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, তাদের প্রাথমিক তদন্তে শেন ওয়ার্নের মৃত্যুতে কোনও সন্দেহ পাওয়া যায়নি।
advertisement
Australian Prime Minister, Scott Morrison, pays his respects to Shane Warne, and offers a state funeral. pic.twitter.com/On4uROVifc
— Sky Sports News (@SkySportsNews) March 5, 2022
অস্ট্রেলিয়ার মন্ত্রী মারিস পেইন বলেছেন, কর্মকর্তারা থাইল্যান্ডে ওয়ার্নের বন্ধুদের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও সাহায্য করতে ৫ মার্চ কোহ সামুইতে যাবেন। তার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা থাই কর্তৃপক্ষের সঙ্গে ওয়ার্নের মৃত্যুর বিষয় নিয়ে তদন্তের কাজ করছি। তার দেহ আনতে সহায়তা করা হবে।
advertisement
শেন ওয়ার্নের মৃত্যুর পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। তার পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেন ওয়ার্ন অনবদ্য চরিত্র। অস্ট্রেলিয়ার দূত। ক্রিকেটের বাইরেও একজন মোটিভেটর। একই সঙ্গে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণাঞ্চলের স্ট্যান্ডের নাম শেন ওয়ার্নের নামে রাখার ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2022 4:26 PM IST