Symonds on Shane Warne : ক্যাসিনোয় জেতা টাকা মোজার মধ্যে লুকিয়ে রাখতেন শেন ওয়ার্ন! জানুন মজার কাহিনী
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shane Warne used to hide $100 Notes from casino inside socks reveals team mate Andrew Symonds. ক্যাসিনোয় জেতা কয়েক লাখ টাকা মোজার মধ্যে রেখেছিলেন ওয়ার্ন
#মেলবোর্ন: মেজাজটাই ছিল তাঁর আসল রাজা। মাঠে এবং মাঠের বাইরেও তার জীবন নিয়ে কম চর্চা এবং সমালোচনা হয়নি। ভাল অথবা খারাপ, শেন ওয়ার্ন মানেই হেডলাইন। বেপরোয়া জীবন যাপন করতেন লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। বারবার বিতর্কিত হয়েছেন নারী, ড্রাগ আর আচরণগত নানা বিষয়ে। তার পরও বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমী ওয়ার্নের মৃত্যুতে চোখের জল ফেলছে। বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লক্ষাধিক মানুষের সমাবেশে এই খ্যাপাটে মানুষটিকে শেষবিদায় জানিয়েছে অস্ট্রেলিয়া।
প্রিয় বন্ধুকে বিদায় জানানোর দিনে অতীতের স্মৃতিচারণা করেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। খেলোয়াড়ি জীবনে হোটেল, ড্রেসিংরুম বা মাঠে ওয়ার্নের সঙ্গে বহু সময় কাটিয়েছেন সাইমন্ডস। তার স্মৃতিচারণায় উঠে আসে এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের গল্প। সাবেক অজি অলরাউন্ডারের ভাষায়, সেটা ছিল ম্যাচের তৃতীয় দিন।
advertisement
advertisement
"Oh I had a little win at the casino last night Roy..." Symonds' hilarious #ShaneWarne tale from the 2005 Boxing Day Test: https://t.co/LdjqSXGWki pic.twitter.com/weLJEAcw3h
— Fox Cricket (@FoxCricket) March 30, 2022
এখনো মনে আছে, মাঠে যাওয়ার আগে তার ঘরে ঢুকে চমকে যাই। মেঝের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রাখা ক্রিকেট সরঞ্জাম। ওয়ার্নি সঙ্গে প্রচুর জুতো আর মোজা রাখত। সেগুলোর মধ্যেই বেশ কয়েকটা বড় উলের মোজায় রাখা ছিল অনেকগুলো ১০০ ডলারের নোট! এত টাকা একসঙ্গে দেখে সাইমন্ডস অবাক হয়ে যান। তারপর ওয়ার্নের কাছে এই টাকার রহস্য জানতে চান।
advertisement
জবাবে হাসতে হাসতে ওয়ার্ন বলেছিলেন, ও কিছু না। কাল রাতে আমি ক্যাসিনোয় কিছু টাকা জিতেছি বন্ধু। তুমি তো জানোই টাকাই রাজা। সাইমন্ডস বলেছেন, মেঝেতে প্রচুর টাকা ছড়ানো ছিল। সেটা নিয়ে ওর বিশেষ চিন্তাও ছিল না। ওয়ার্ন আসলে এরকমই। ও খুব বড় মনের ছিল। যাদের পছন্দ করত, তাদের প্রচুর সাহায্য করত। আমি খুব ভাগ্যবান যে তার সাহায্য পেয়েছি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2022 1:11 PM IST