পাক ক্রিকেটে নতুন নিয়ম আফ্রিদির! স্টাইক রেট নিয়ে কপাল পুড়তে পারে বাবর, রিজওয়ানদের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Shahid Afridi considering T20 players for Pakistan with only 135 plus strike rates in future as benchmark for selection. পাক ক্রিকেটে নতুন নিয়ম আফ্রিদির! স্টাইক রেট নিয়ে কপাল পুড়তে পারে বাবরদের
#ইসলামাবাদ: নিজের ক্রিকেটার জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন। আবার কিছু ম্যাচে একার কারিস্ময় জয় এনে দিয়েছেন পাকিস্তানকে। শাহিদ আফ্রিদি দলে থাকা মানে পাকিস্তানের অল রাউন্ড ক্ষমতা বেশি থাকত, অস্বীকার করার জায়গা নেই। পাকিস্তান ক্রিকেটের পালাবদলের খেলায় বড় দায়িত্ব পেয়েছেন শাহিদ আফ্রিদি। হয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক।
পদে বসেই ওলট-পালট করে দেখিয়েছেন নিজের ক্ষমতা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে শেষ মুহূর্তে বাদ দিয়ে খেলিয়েছেন সরফরাজ আহমেদকে, যিনি বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান দলে ব্রাত্য ছিলেন। সরফরাজ অবশ্য মুখ রেখেছেন আফ্রিদির সুযোগ পাওয়ার পর খেলা প্রথম ইনিংসেই বড় স্কোরে।
advertisement
advertisement
জানা গিয়েছে আফ্রিদি এবার প্রধান নির্বাচক হয়ে নতুন এক নিয়ম করতে যাচ্ছেন। পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হওয়া পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে শক্তিশালী করতেই তাঁর এই নির্দেশনা। তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে হলে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট কমপক্ষে ১৩৫ হতে হবে।
https://t.co/wNANggwjJq The player whose Strike rate will be 135 | He will join the Team | Shahid Afridi Chief Selector#afridi #shshidafridi #pcb #pakistancricketboard
— Newsklic (@newsklic) January 4, 2023
advertisement
কয়েক মাস ধরেই ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে। পাকিস্তান ক্রিকেট দলের বেশ কয়েক খেলোয়াড় টি-টোয়েন্টি সংস্করণে দুর্বল স্ট্রাইক রেটের কারণে সমালোচিত। আফ্রিদি যে নির্দেশনা জারি করতে যাচ্ছেন, সেটি বাস্তবায়িত হলে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বদলে গেছে বোর্ডের নতুন গঠনতন্ত্র।
প্রায় প্রতিদিনই কোনো না কোনো ‘নতুন’–এর ঘোষণা আসছে শেঠির নেতৃত্বাধীন বোর্ডের কাছ থেকে। পাকিস্তানের দুই ওপেনিং ব্যাটসম্যান অধিনায়ক বাবর আজম এবং রিজওয়ান দুর্দান্ত হলেও, তাদের স্ট্রাইক রেট নিয়েও সমালোচনা হয়নি এমন নয়। তাই এবার সতর্ক থাকার পালা সকলের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 10:00 PM IST