টিম ইন্ডিয়ার নতুন 'ক্রাইসিস ম্যান' ! দীপক হুদাকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন তারকারা

Last Updated:

Deepak Hooda confident of finisher job with Indian cricket team batting at number 6 position against Sri Lanka. টিম ইন্ডিয়ার নতুন 'ক্রাইসিস ম্যান ' ! দীপক হুদাকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন তারকারা

ভারতের ফিনিশার হয়ে উঠতে চান দীপক
ভারতের ফিনিশার হয়ে উঠতে চান দীপক
#মুম্বই: ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভাল খেলার পর আইপিএলেও নাম করেছিলেন তিনি। লখনউ সুপার জায়ান্টস দলে গত বছর বেশ কিছু দেখার মত ইনিংস খেলেছিলেন দীপক হুদা। ভারতীয় দলের জার্সি গায়ে এর আগেও নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু শ্রীলংকার বিপক্ষে মঙ্গলবার ওয়াংখেরে স্টেডিয়ামে ২৩ বলে ৪১ রান যে ইনিংসটা উপহার দিয়েছেন হুদা, তারপর থেকে তার গুরুত্ব বেড়ে গিয়েছে ভারতের দলে।
দীপক নিজে বলছেন যখন ৬ নম্বরে ব্যাট করতে হয় তখন নিজের ভূমিকা সম্পর্কে তিনি সচেতন। ব্যাটিং বিপর্যয় ঘটলে তার পজিশনে খেলা ব্যাটসম্যানের দায়িত্ব প্রাথমিক কয়েকটা ওভার সামলে নিয়ে শেষ চার ওভারে হাত খোলা। সেই চেষ্টাই তিনি করেছেন লঙ্কার বিপক্ষে।
আরও পড়ুন - অরুণাচল এবং লাদাখে চিনকে সামলাতে ৩০০ টি আধুনিক দেশি সাঁজোয়া গাড়ি কিনবে ভারতীয় সেনা!
হুদা জানতেন স্পিনার হাসারাঙ্গাকে পাল্টা আক্রমণ করলে রান তোলা সম্ভব। তাই তার বলে দুটো বিশাল ছক্কা মারেন। মোট চারটে ওভার বাউন্ডারি মেরেছেন দীপক। তার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইরফান পাঠান। একটা সময় দীপক হুদার গুরু হিসেবে সাহায্য করেছিলেন ইরফান।
advertisement
advertisement
দীপক মারকুটে ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি কার্যকরী অফ স্পিনার হিসেবেও কাজে লাগতে পারেন। যদিও লঙ্কা দলে একাধিক বাঁহাতি ব্যাটসম্যান থাকা সত্ত্বেও হুদাকে বল করতে দেননি হার্দিক। তবে বাকি ম্যাচগুলোয় দীপক বল হাতেও সার্ভিস দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
আইপিএলে গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে পাওয়াটাও তাকে সাহায্য করেছে জানিয়েছেন হুদা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজেও মনে করেন দেশের জার্সিতে সেরাটা দেওয়া বাকি আছে দীপক হুদার। ভাল ফিল্ডিং করার ক্ষমতাও রাখেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টিম ইন্ডিয়ার নতুন 'ক্রাইসিস ম্যান' ! দীপক হুদাকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন তারকারা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement