Virat Kohli-র ব্যবহার নিয়ে চরম ক্ষুব্ধ সিনিয়র ক্রিকেটাররা, ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ সামনে

Last Updated:

অনেকদিন বাদে কোহলির অধিনায়কত্ব নিয়ে এভাবে Indian Cricket Team- ড্রেসিংরুম কোন্দল সংবাদমাধ্যমের সামনে এসে পড়ে৷

 senior india cricketer complained about virat kohli's poor attitude to bcci says sources
senior india cricketer complained about virat kohli's poor attitude to bcci says sources
#নয়াদিল্লি :  গত কয়েকদিনে ভারত অধিনায়ক বিরাট কোহলি-র (Virat Kohli) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷ এমনটাই খবর বারবার বিসিসিআই সূত্রে সামনে আসছে৷ আর এই একের পর অভিযোগের খবর কানে আসতেই টি টোয়েন্টি বিশ্বকাপের পর টি টোয়েন্টি অধিনায়কত্ব (captaincy) ছেড়ে দেওয়ার খবর সামনে এসেছে৷ ইংল্যান্ড সফর শেষে বিরাট কোহলি এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানিয়ে ছিলেন৷ প্রাথমিকভাবে এই খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করে দিয়েছিল ৷ এখন জোর খবর ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সিনিয়র ক্রিকেটাররা তাঁর ব্যবহারে বিক্ষুব্ধ  ছিলেন৷
ক্রিকেট নেক্সটের খবর অনুযায়ি এক সিনিয়র ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলির  (Virat Kohli) খারাপ ব্যবহারের বিষয়ে অভিযোগ করেছিলেন৷ কোহলির অধিনায়কত্ব (captaincy)  নিয়েও একাধিক প্রশ্ন ওঠে৷
advertisement
advertisement
কিছু মাস ধরেই শুরু হয়েছিল বিদ্রোহ
কোহলি টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এর পিছনে কারণ দেখানো হয়েছে তাঁর কাজের চাপ৷ যদিও সূত্রের দাবি বিসিসিআই কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছিল৷ কারণ  কিছুদিন আগে থেকে কোহলির বিরুদ্ধে দলের অন্দরে বিদ্রোহ শুরু হয়েছিল৷ টাইমস সূত্রে খবর ড্রেসিংরুমে কোহলির ব্যবহার মোটেই ভালোভাবে নিচ্ছিলেন না সিনিয়র ক্রিকেটাররা৷ এই তালিকায় সামনে এসেছে রবিচন্দ্রন অশ্বিনের নাম৷ কিন্তু সে সময় এই খবরের সত্যতা জানা যায়নি৷
advertisement
সিনিয়র ক্রিকেটাররা (Indian Cricket Team) জানিয়েছেন কোহলির উপস্থিতিতে তাঁরা নিজেদের অসুরক্ষিত মনে করেন৷ এমন অভিযোগ তাঁর বিসিসিআই সচিবকে করেছিলেন৷ ইংল্যান্ড সিরিজের যদি কথা হয় তাহলে অশ্বিন প্লেয়িং ইলেভেনে খেলতে পারেননি৷ যদিও কোচ রবি শাস্ত্রী চতুর্থ টেস্টে অশ্বিনের খেলার কথা বলেছিলেন৷ কিন্তু অধিনায়ক বিরাট কোহলি রবি শাস্ত্রীর দেওয়া পরামর্শ উড়িয়ে দিয়ে নিজের সিদ্ধান্তেই স্থির ছিলেন৷
advertisement
অনেকদিন বাদে কোহলির অধিনায়কত্ব নিয়ে এভাবে ড্রেসিংরুম কোন্দল সংবাদমাধ্যমের সামনে এসে পড়ে৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির সময় কিন্তু দল পরিচালনা নিয়ে কারোর মনে কোনও ক্ষোভ থাকলেও তা নিজেদের মধ্যেই মিটিয় নেওয়া হত৷  ৯০ দশক অবধি ভারতীয় ড্রেসিংরুমের অশান্তির খবর এভাবে হাটে হাঁড়ি ভাঙা হত৷  ফের একবার বিরাট জমানায় ভারতীয় ড্রেসিং রুমের সেই ছবি এল সামনে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli-র ব্যবহার নিয়ে চরম ক্ষুব্ধ সিনিয়র ক্রিকেটাররা, ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ সামনে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement