IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল

Last Updated:

IPL 2021: MI vs RCB: Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল

rcb bowler harshal patel took hattrick against mumbai indians- Photo-PTI
rcb bowler harshal patel took hattrick against mumbai indians- Photo-PTI
#নয়াদিল্লি : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)  জোরে বোলার হর্ষল প্যাটেল  (Harshal Patel) রবিবার রেকর্ডের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে শানদার হ্যাটট্রিক করেছেন৷ তাঁর কামাল বোলিংয়ের সুবাদে বিরাট কোহলি অধিনায়কত্বের দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ১৪ মরশুমের  (IPL 2021)  ৩৯ তম ম্যাচে ৫৪ রানে জয় হাসিল করল৷ আরসিবি-র এই জোরে বোলার ১৭ তম ওভারে লাগাতার তিন বলে তিন উইকেট নেন৷ প্রথমে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড ও তারপর রাহুল চাহারকে আউট করে দেন৷ দেখে নিন সেই হ্যাটট্রিক ভিডিও৷
advertisement
দুবাইতে খেলা এই টুর্নামেন্টে  আরসিবি  (RCB)  নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে৷ জয়ের জন্য মুম্বইয়ের (Mumbai Indians) লক্ষ্য ছিল ১৬৬ রান , সেই রান তাড়া করতে নেমে ১১১ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স৷ মুম্বই আইপিএলের (IPL 2021) দ্বিতীয়পর্বে এই নিয়ে টানা তিন নম্বর ম্যাচ হারল৷ পাশাপাশি গোটা মরশুমে এটা তাদের ষষ্ঠ হার৷ এদিকে এদিনের জয়ের ফলে আরসিবি প্লেঅফে নিজেদের জায়গা দখলের দিকে আরও একটি মজবুত পা রাখল৷ তাদের এখন ১২ পয়েন্ট, তারা রয়েছে পয়েন্ট টেবলের ৩ নম্বর স্থানে৷ অন্যদিকে লাগাতার হারের জেরে মুম্বই ইন্ডিয়ান্স ৭ নম্বরে নেমে গেল৷
advertisement
প্যাটেল (Harshal Patel) দ্বিতীয় ইনিংসের ১৭ তম ওভারে হার্দিক পান্ডিয়াকে নিশানা করেন৷ তিনি শুরুতেই একটি কাটার দেন যাকে বিরাট কোহলি ক্যাচ করে নেন৷ তিনি আবার কাটার দেন, যা পোলার্ড ফ্লিক ছুঁয়ে স্টাম্পে লেগে যায়৷ এরপর রাহুল চাহার এলবিডাব্লু হয়ে যান৷ হর্ষল প্যাটেল  আইপিএলে হ্যাটট্রিক করা ১৭ তম বোলার হলেন৷
advertisement
আইপিএলে হ্যাটট্রিক করার এটা ২০ তম সুযোগ ছিল৷ শেষ হ্যাটট্রিক রাজস্থান রয়্যালসের শ্রেয়স গোপাল ২০১৯  মরশপমে আরসিবি-র বিরুদ্ধে নিয়েছিল৷ অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্র আইপিএলে সবচেয়েবেশি হ্যাটট্রিক করেছেন৷ তিনি তিনবার হ্যাটট্রিক করেছেন৷ তাঁর ঠিক পিছনেই রয়েছেন যুবরাজ সিং৷ তিনি দু বার হ্যাটট্রিক করেছেন আইপিএলে৷ এদিনের ম্যাচে ৩.১ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন হর্ষল প্যাটেল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: আইপিএলের ইতিহাসে নাম লেখালেন Harshal Patel, মুম্বইয়ের বিরুদ্ধে Hattrick ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement