কোন এক্তিয়ারে ম্যাচ বাতিল করল টুর্নামেন্ট কমিটি ? বোর্ডকে প্রশ্ন ছুঁড়ে দিলেন সৌরভ
Last Updated:
কোন এক্তিয়ারে ম্যাচ বাতিল করল টুর্নামেন্ট কমিটি ? আজ দিল্লিতে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের কাছে এই প্রশ্ন রাখলেন টেকনিক্যাল কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।
#নয়াদিল্লি: কোন এক্তিয়ারে ম্যাচ বাতিল করল টুর্নামেন্ট কমিটি ? আজ দিল্লিতে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের কাছে এই প্রশ্ন রাখলেন টেকনিক্যাল কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ বাতিল ইস্যুতে এদিন বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি।
রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। গুজরাত ম্যাচ বাতিলের পরেই এই দাবি করেছিল সিএবি। একধাপ এগিয়ে বুধবার বোর্ড প্রেসিডেন্টের সামনে নতুন প্রশ্ন রাখলেন বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজধানীতে এদিন অনুরাগ ঠাকুরের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মহারাজ। বোর্ডের সংবিধান অনুযায়ী, কোনও ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে একমাত্র টেকনিক্যাল কমিটি। যার মাথায় এখন সিএবি প্রেসিডেন্ট। তাঁকে এড়িয়ে কী ভাবে টুর্নামেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিল, তা এদিন সরাসরি জানতে চেয়েছেন সৌরভ। এমনকী, এই সিদ্ধান্তের পিছনে টুর্নামেন্ট কমিটির প্রধান গৌতম রায়ের ভূমিকা কী ? সেই উত্তরও চাওয়া হয়েছে। সিএবি প্রেসিডেন্ট ও টেকনিক্যাল কমিটির প্রধান সৌরভ যখন অনুরাগের সঙ্গে বৈঠকে ব্যস্ত, তখন রাজ্য সংস্থার তরফেও মেল করা হয়েছে। কলকাতায় সিএবি’র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া দাবি করেছেন, কেন ম্যাচ বাতিল, তা জানতে চাওয়া হয়েছে। বোর্ডের উত্তরের পরেই পরবর্তী পদক্ষেপ নেবে সিএবি। সবমিলিয়ে রঞ্জি ট্রফিতে বাংলা বনাম গুজরাত ম্যাচ বাতিল করে একপ্রস্থ বেকায়দায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2016 5:56 PM IST