একসময় বোলারদের ত্রাস জয়সূর্য এখন হাঁটতেও অক্ষম !

Last Updated:

হাঁটুর চোটের জন্য দীর্ঘ সময় ধরেই ভুগছেন জয়সূর্য।

#কলম্বো: একসময়ের বিশ্বের বোলারদের ত্রাস সনৎ জয়সূর্য ৷ বিশ্বের তাবড় তাবড় বোলারদের হেলায় বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ৷ কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো ৷ এই মুহূর্তে ক্রাচ ছাড়া হাঁটতেই পারেন না শ্রীলঙ্কার একসময়ের বিস্ফোরক এই ক্রিকেটার।
হাঁটুর চোটের জন্য দীর্ঘ সময় ধরেই ভুগছেন জয়সূর্য। হাঁটুর অস্ত্রোপচারের জন্য মেলবোর্ন পাড়ি দেওয়ার কথা তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন জয়সূর্যর যা অবস্থা, তাতে ক্রাচ ছাড়া হাঁটতে গেলে অস্ত্রোপচার ছাড়া আর কোনও বিকল্প নেই।
অস্ত্রোপচারের পরও স্বাভাবিকভাবে হাঁটতে অন্তত মাস দেড়েক সময় লাগবে। একদিনের ক্রিকেটে পরিসংখ্যানের বিচারে সর্বকালের সেরাদের তালিকায় থাকবেন জয়সূর্য। ওয়ান ডে-তে তাঁর ঝুলিতে রয়েছে ১৩,৪৩০ রান। সঙ্গে ৩২৩টি উইকেট।
advertisement
advertisement
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন জয়সূর্য। দু'বার তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন জয়সূর্য। কিন্তু দলের খারাপ পারফরম্যান্সে একসময় নির্বাচন কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন জয়সূর্য ৷ একসময় নিজের চওড়া ব্যাটে বিশ্বজয় করেছিলেন। দুনিয়ার সমস্ত বোলাররাই ভয় পেতেন তাঁকে। সেই জয়সূর্যই এখন প্রায় অথর্ব।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একসময় বোলারদের ত্রাস জয়সূর্য এখন হাঁটতেও অক্ষম !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement