বলে লালা লাগালে কী হয়? শামি বললেন, 'কাজ হয়'! স্টার্কের পাল্টা দাবিতে হইচই আইপিএলে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বলে লালা লাগানো নিয়ে মহম্মদ শামি যা বলেছিলেন তার বিরোধিতা করলেন মিচেল স্টার্ক। বললেন, সাদা বলে লালা লাগালে কোনও পার্থক্য হয় না। লাল বলে কিছুটা সুবিধা হতে পারে।
নয়াদিল্লি : বলে লালা লাগাতে দিন। বিসিসিআই কর্তাদের কাছে এমনই আবেদন করেছিলেন মহম্মদ শামি। ২০২৫ আইপিএলের আগে শামির কথা শুনেই ভারতীয় ক্রিকেট বোর্ড পুরোনো নিয়ম ফিরিয়ে আনে। IPL-এ ফেরানো হয় বলে লালার ব্যবহার।
সত্যিই কি সাদা বলে লালা লাগালে বোলারদের কোনও লাভ হয়? অনেকের দাবি, এতে বোলিংয়ে সুবিধা পাচ্ছেন বোলাররা। আবার আরেকপক্ষ বলছে, লাল বলে লালা লাগালে সুবিধা হয় বোলারের। তবে সাদা বলে কোনও লাভ হয় না। এবার অস্ট্রেলিয়া ও দিল্লি ক্যাপিটালসের বোলার মিচেল স্টার্কও বলছেন একই কথা।
বুধবার আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস সুপার ওভারে ম্যাচ জেতে। এমন রোমহর্ষক ম্যাচে দিল্লির জয়ের নেপথ্যে মিচেল স্টার্ক। সুপার ওভারে তিনিই রাজস্থানকে মাত্র ৯ রানে আটকে দেন। সেই রান তুলতে দিল্লির কোনও সমস্যা হয়নি। এর পর ম্যাচ শেষে স্টার্ক নাম না করে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে কটাক্ষ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ক্যানসার-এর সঙ্গে লড়ে IPL-এ কামব্যাক! কোটিপতি লিগে আবার ফিরছেন কিংবদন্তি
বলে লালা বা থুতুর ব্যবহার নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন শামি ও সিরাজ। লালার ব্যবহার ফেরানোর দাবি তুলেছিলেন তাঁরা। স্টার্ক এবার সাদা বলে লালার ব্যবহার নিয়ে বলেন, লালা বা ঘামের ব্যবহার বল স্যুইং করতে খুব একটা বেশি সাহায্য করে না। লাল বলে লালার ব্যববার কাজ করে কিছুটা। তবে সাদা বলে তা কোনও পার্থক্য গড়ে দেয় না।
advertisement
আরও পড়ুন- রণবীর সিংকে প্রেমিক হিসেবে চাননি কেন? চমকে দেওয়া জবাব বিরাটের স্ত্রী অনুষ্কার
স্টার্ক বলেন, ‘আমি বলে লালা ব্যবহার করি না। এটা একটা প্রচলিত ধারণা। অনেকে মনে করেন, সাদা বলে লালা কার্যকর হয়। আমি জানি না। ঘাম বা লালার ব্যবহার কী পার্থক্য তৈরি করে তা আমার আন্দাজের বাইরে। লাল বলে এটা পার্থক্য তৈরি করতে পারে, তবে সাদা বলে এটা পার্থক্য তৈরি করে না।’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 5:12 PM IST